TV9 Festival of India: সিঁদুরে রাঙা গাল, চোখের জলে দেবী দুর্গাকে বরণ শেষ হল TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়া

TV9 Festival of India: বরণ শেষে মহিলারা একে অপরের কপাল-গাল রাঙিয়ে তোলেন সিঁদুরে। হাসিমুখে পোজ দেন ছবির জন্য।

| Updated on: Oct 14, 2024 | 11:47 AM
দেখতে দেখতে কেটে গেল পুজোর চারটে দিন। মর্ত থেকে স্বর্গে ফিরে গেলেন উমা।

দেখতে দেখতে কেটে গেল পুজোর চারটে দিন। মর্ত থেকে স্বর্গে ফিরে গেলেন উমা।

1 / 6
গত বছরের মতো এ বছরও TV9 নেটওয়ার্কের তরফে আয়োজন করা হয়েছিল ফেস্টিভাল অব ইন্ডিয়ার। ৫ দিনের এই অনুষ্ঠানের সমাপ্তি হল দেবী বরণের মাধ্যমে।

গত বছরের মতো এ বছরও TV9 নেটওয়ার্কের তরফে আয়োজন করা হয়েছিল ফেস্টিভাল অব ইন্ডিয়ার। ৫ দিনের এই অনুষ্ঠানের সমাপ্তি হল দেবী বরণের মাধ্যমে।

2 / 6
ফেস্টিভাল অব ইন্ডিয়ার শেষদিনে দেবী দুর্গাকে বরণ করতে ভিড় জমিয়েছিলেন দিল্লি ও এনসিআরের বাঙালিরা।

ফেস্টিভাল অব ইন্ডিয়ার শেষদিনে দেবী দুর্গাকে বরণ করতে ভিড় জমিয়েছিলেন দিল্লি ও এনসিআরের বাঙালিরা।

3 / 6
বরণ শেষে মহিলারা একে অপরের কপাল-গাল রাঙিয়ে তোলেন সিঁদুরে। হাসিমুখে পোজ দেন ছবির জন্য।

বরণ শেষে মহিলারা একে অপরের কপাল-গাল রাঙিয়ে তোলেন সিঁদুরে। হাসিমুখে পোজ দেন ছবির জন্য।

4 / 6
সিঁদুর খেলার মধ্যে দিয়েও তৈরি হয়ে ওঠে এক নতুন বন্ধুত্বের সম্পর্ক।

সিঁদুর খেলার মধ্যে দিয়েও তৈরি হয়ে ওঠে এক নতুন বন্ধুত্বের সম্পর্ক।

5 / 6
ফেস্টিভাল অব ইন্ডিয়া আয়োজনের জন্য সকলে ধন্যবাদ জানিয়েছেন TV9 নেটওয়ার্ককে।

ফেস্টিভাল অব ইন্ডিয়া আয়োজনের জন্য সকলে ধন্যবাদ জানিয়েছেন TV9 নেটওয়ার্ককে।

6 / 6
Follow Us: