UEFA Champions League: ইউরোপে জমজমাট ফুটবল মরসুম, কার সঙ্গে কার লড়াই, দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 28, 2021 | 8:44 AM

ইস্তানবুলে ২০২১-২২ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ পর্বের ঘোষণা করেছে উয়েফা (UEFA)। সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ইউরোপ সেরার খেতাবের লড়াই। মোট ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই মেসি-রোনাল্ডো দ্বৈরথের জল্পনা থাকলেও, এখনই দেখা হচ্ছে না দুই মহারথীর। ম্যাঞ্চেস্টার সিটিতে সিআর সেভেন যোগ দিলেন না। তিনি ফিরে গিয়েছেন তাঁর পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। যার ফলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ফুটবলপ্রেমীরা সাক্ষী হতে পারবে না মেসি-রোনাল্ডো দ্বৈরথের। এক নজরে দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগে কোন গ্রুপে রয়েছে কোন দল।

1 / 8
এ গ্রুপে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ ও ক্লাব ব্রুগ। (সৌজন্যে-টুইটার)

এ গ্রুপে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ ও ক্লাব ব্রুগ। (সৌজন্যে-টুইটার)

2 / 8
বি গ্রুপে রয়েছে আতলেতিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো ও এসি মিলান।(সৌজন্যে-টুইটার)

বি গ্রুপে রয়েছে আতলেতিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো ও এসি মিলান।(সৌজন্যে-টুইটার)

3 / 8
সি গ্রুপে রয়েছে স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স ও বেসিকতাস। (সৌজন্যে-টুইটার)

সি গ্রুপে রয়েছে স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স ও বেসিকতাস। (সৌজন্যে-টুইটার)

4 / 8
ডি গ্রুপে রয়েছে ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক ও শেরিফ ত্রিরাসপুল। (সৌজন্যে-টুইটার)

ডি গ্রুপে রয়েছে ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক ও শেরিফ ত্রিরাসপুল। (সৌজন্যে-টুইটার)

5 / 8
ই গ্রুপে রয়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা ও দিনামো কিয়েভ। (সৌজন্যে-টুইটার)

ই গ্রুপে রয়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা ও দিনামো কিয়েভ। (সৌজন্যে-টুইটার)

6 / 8
এফ গ্রুপে রয়েছে ভিয়ারিয়াল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আতালান্তা ও ইয়ং বয়েজ।(সৌজন্যে-টুইটার)

এফ গ্রুপে রয়েছে ভিয়ারিয়াল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আতালান্তা ও ইয়ং বয়েজ।(সৌজন্যে-টুইটার)

7 / 8
জি গ্রুপে রয়েছে লিল, সেভিয়া, সালসবার্গ ও উলফসবার্গ। (সৌজন্যে-টুইটার)

জি গ্রুপে রয়েছে লিল, সেভিয়া, সালসবার্গ ও উলফসবার্গ। (সৌজন্যে-টুইটার)

8 / 8
এইচ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি, জুভেন্তাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ ও মালামো। (সৌজন্যে-টুইটার)

এইচ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি, জুভেন্তাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ ও মালামো। (সৌজন্যে-টুইটার)

Next Photo Gallery