FIFA World Cup 2022: কাতারে বাতানুকূল স্টেডিয়াম, গ্যালারির উষ্ণতা তবুও বাড়তে পারে…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 09, 2022 | 2:37 AM

Qatar 2022 Photo Gallery: সুন্দর খেলার একটা বড় অংশ গ্যালারি। এটা কি অস্বীকার করা যায় যে, গ্যালারি আসলে খেলারই অঙ্গ! যেখানেই বিশ্বকাপ হোক, সারা বিশ্বের ফুটবল সমর্থকরাই ভিড় জমান ফুটবলের মহা উৎসবে।

1 / 6
'সুন্দর খেলা' ফুটবলের জনপ্রিয়তার একটা বড় অংশ গ্যালারি। এটা কি অস্বীকার করা যায় যে, গ্যালারি আসলে খেলারই অঙ্গ!(ছবি : টুইটার)

'সুন্দর খেলা' ফুটবলের জনপ্রিয়তার একটা বড় অংশ গ্যালারি। এটা কি অস্বীকার করা যায় যে, গ্যালারি আসলে খেলারই অঙ্গ!(ছবি : টুইটার)

2 / 6
দীর্ঘ চার বছরের অপেক্ষা। যে খানেই বিশ্বকাপ হোক, সারা বিশ্বের ফুটবল সমর্থকরাই ভিড় জমান ফুটবলের মহা উৎসবে। (ছবি : টুইটার)

দীর্ঘ চার বছরের অপেক্ষা। যে খানেই বিশ্বকাপ হোক, সারা বিশ্বের ফুটবল সমর্থকরাই ভিড় জমান ফুটবলের মহা উৎসবে। (ছবি : টুইটার)

3 / 6
শুধুমাত্র মাঠেই নয়, ক্যামেরা তাক করা হয় গ্যালারিতেও। সমর্থক ছাড়া সব খেলার গ্যালারিই অসম্পূর্ণ। সেটা আরও টের পাওয়া গিয়েছিল কোভিডের সময়ে। (ছবি : টুইটার)

শুধুমাত্র মাঠেই নয়, ক্যামেরা তাক করা হয় গ্যালারিতেও। সমর্থক ছাড়া সব খেলার গ্যালারিই অসম্পূর্ণ। সেটা আরও টের পাওয়া গিয়েছিল কোভিডের সময়ে। (ছবি : টুইটার)

4 / 6
সারা বিশ্বে বহু ম্যাচ হয়েছে শুনসান গ্যালারিতে। কাতারে অবশ্য কাতারে কাতারে সমর্থক থাকবেন গ্য়ালারিতে। (ছবি : টুইটার)

সারা বিশ্বে বহু ম্যাচ হয়েছে শুনসান গ্যালারিতে। কাতারে অবশ্য কাতারে কাতারে সমর্থক থাকবেন গ্য়ালারিতে। (ছবি : টুইটার)

5 / 6
অতীতের কিছু ফুটবল সমর্থকের ছবি। যাঁদের অনেককেই হয়তো এ বারও দেখা যেতে পারে! (ছবি : টুইটার)

অতীতের কিছু ফুটবল সমর্থকের ছবি। যাঁদের অনেককেই হয়তো এ বারও দেখা যেতে পারে! (ছবি : টুইটার)

6 / 6
মাঠের পারফরম্যান্সে ফুটবলাররা যেমন তারকা হয়ে ওঠেন, তেমনই গ্যালারি থেকেও জনপ্রিয় হয়ে ওঠেন অনেক সমর্থকই। (ছবি : টুইটার)

মাঠের পারফরম্যান্সে ফুটবলাররা যেমন তারকা হয়ে ওঠেন, তেমনই গ্যালারি থেকেও জনপ্রিয় হয়ে ওঠেন অনেক সমর্থকই। (ছবি : টুইটার)

Next Photo Gallery