Benefits of Petroleum Jelly: যে যাই বলুক, পেট্রোলিয়াম জেলের যে এতগুণ রয়েছে, আগে জানতেন?

Beauty Care Routine: শীতের শুষ্ক আবহাওয়া থেকে বাঁচতে পেট্রোলিয়াম জেলির ঠোঁটকেই শুধু ময়েশ্চারাইজ করে তা নয়, শরীরের বিভিন্ন অংশকে স্বাভাবিক রাখতেও সাহায্য় করে।

| Edited By: | Updated on: Oct 09, 2022 | 9:57 AM
ছোটবেলা থেকে বাড়ির ড্রেসিং টেবিলে মা-মাসিদের বোরোলিন আর ভেসলিন রাখতেন। এই দুটোই ছিল সারাবছরের ত্বকের যত্নের উপাদান। তাতেই থাকতে কোমল ও মসৃণ ত্বক। বর্তমানে বাজারে, অনলাইনে দেশি-বিদেশি লিপবাম, ময়েশ্চারাইজার, লোশন, ক্রিম সব আলাদা আলাদা ভাবে পাওয়া যায়।

ছোটবেলা থেকে বাড়ির ড্রেসিং টেবিলে মা-মাসিদের বোরোলিন আর ভেসলিন রাখতেন। এই দুটোই ছিল সারাবছরের ত্বকের যত্নের উপাদান। তাতেই থাকতে কোমল ও মসৃণ ত্বক। বর্তমানে বাজারে, অনলাইনে দেশি-বিদেশি লিপবাম, ময়েশ্চারাইজার, লোশন, ক্রিম সব আলাদা আলাদা ভাবে পাওয়া যায়।

1 / 9
কোন ত্বকের জন্য কেমন হবে লোশন, ঠোঁটের যত্নের জন্য স্ক্রাবিং জেল বা লিপবামের হাজারো নমুনা পাওয়া যাবে। তবে আগেকারদিনে একটিমাত্র পেট্রোলিয়াম জেলিতেই সব কাজ একসঙ্গে হয়ে যেত। শীতের মরসুমে সেই জার ঠিক হাতের কাছে চলে আসত।

কোন ত্বকের জন্য কেমন হবে লোশন, ঠোঁটের যত্নের জন্য স্ক্রাবিং জেল বা লিপবামের হাজারো নমুনা পাওয়া যাবে। তবে আগেকারদিনে একটিমাত্র পেট্রোলিয়াম জেলিতেই সব কাজ একসঙ্গে হয়ে যেত। শীতের মরসুমে সেই জার ঠিক হাতের কাছে চলে আসত।

2 / 9
শীতের শুষ্ক আবহাওয়া থেকে বাঁচতে পেট্রোলিয়াম জেলির ঠোঁটকেই শুধু ময়েশ্চারাইজ করে তা নয়, শরীরের বিভিন্ন অংশকে স্বাভাবিক রাখতেও সাহায্য় করে।

শীতের শুষ্ক আবহাওয়া থেকে বাঁচতে পেট্রোলিয়াম জেলির ঠোঁটকেই শুধু ময়েশ্চারাইজ করে তা নয়, শরীরের বিভিন্ন অংশকে স্বাভাবিক রাখতেও সাহায্য় করে।

3 / 9
করে। অনেকে মনে করতে পারেন, এত অভিনব প্রসাধনী পণ্যের ভিড়ে পেট্রোলিয়াম জেলির গুরুত্ব হারাতে বসেছে। কিন্তু এর ব্যবহার ও উপকারিতা এতটাই যে বেশিদিন নিজের কাছ থেকে দূরে রাখতে পারবেন না।

করে। অনেকে মনে করতে পারেন, এত অভিনব প্রসাধনী পণ্যের ভিড়ে পেট্রোলিয়াম জেলির গুরুত্ব হারাতে বসেছে। কিন্তু এর ব্যবহার ও উপকারিতা এতটাই যে বেশিদিন নিজের কাছ থেকে দূরে রাখতে পারবেন না।

4 / 9
ঠোঁট হাইড্রেট করে: পেট্রোলিয়াম জেলির একটি পাতলা আস্তরণেই সারাদিন-রাত ঠোঁট থাকবে হাইড্রেটেড। শীতের রুক্ষ আবহাওয়ায় ঠোঁট ফেটে থাকবে না। এছাড়া ঠোঁটকে ময়েশ্চারাইজ করতেও সাহায্য করে। লিপবামের মত ঠোঁটের চকচকে ভাব বজায় রাখে।

ঠোঁট হাইড্রেট করে: পেট্রোলিয়াম জেলির একটি পাতলা আস্তরণেই সারাদিন-রাত ঠোঁট থাকবে হাইড্রেটেড। শীতের রুক্ষ আবহাওয়ায় ঠোঁট ফেটে থাকবে না। এছাড়া ঠোঁটকে ময়েশ্চারাইজ করতেও সাহায্য করে। লিপবামের মত ঠোঁটের চকচকে ভাব বজায় রাখে।

5 / 9
ম্যানিকিওর করার সময়: যতই ত্বকের ও হাতের পরিচর্চা করা হোক না কেন, বাড়িতে বসে ম্যানিকিওর করার মত দক্ষতা তেমন অর্জন করে উঠতে পারেননি অনেকেই। নিখুঁত নেইল পেইন্ট ফিনিশের জন্য নখে ও কিউটিকলের চারপাশে পেট্রোলিয়াম জেলির ব্যবহার অনবদ্য। এতে নখের কিউটিকলগুলিকে ময়েশ্চারাইজ করবে তাই নয়, নখের নেইল পলিসের আয়ুও অনেকদিন বাড়িয়ে তুলবে।

ম্যানিকিওর করার সময়: যতই ত্বকের ও হাতের পরিচর্চা করা হোক না কেন, বাড়িতে বসে ম্যানিকিওর করার মত দক্ষতা তেমন অর্জন করে উঠতে পারেননি অনেকেই। নিখুঁত নেইল পেইন্ট ফিনিশের জন্য নখে ও কিউটিকলের চারপাশে পেট্রোলিয়াম জেলির ব্যবহার অনবদ্য। এতে নখের কিউটিকলগুলিকে ময়েশ্চারাইজ করবে তাই নয়, নখের নেইল পলিসের আয়ুও অনেকদিন বাড়িয়ে তুলবে।

6 / 9
এক্সফোলিয়েটর হিসেবও কাজ করে: যেকোনও এক্সফোলিয়েটরের জন্য একটি দুর্দান্ত টোটকা। চিনি বা লবণের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে স্ক্রাব তৈরি করতে পারেন। সেই স্ক্রাব ত্বকের উপর আলতো করে স্ক্রাবিং করলে মৃত কোষগুলি দ্রুত নির্মূল হয়ে যায়। ঠোঁটে স্ক্রাবিং করতেও এই উপায় ট্রাই করতে পারেন। এছাড়া টুথব্রাশে এই স্ক্রাব লাগিয়ে ঠোঁটের উপর ঘষলে উপকার পাবেন।

এক্সফোলিয়েটর হিসেবও কাজ করে: যেকোনও এক্সফোলিয়েটরের জন্য একটি দুর্দান্ত টোটকা। চিনি বা লবণের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে স্ক্রাব তৈরি করতে পারেন। সেই স্ক্রাব ত্বকের উপর আলতো করে স্ক্রাবিং করলে মৃত কোষগুলি দ্রুত নির্মূল হয়ে যায়। ঠোঁটে স্ক্রাবিং করতেও এই উপায় ট্রাই করতে পারেন। এছাড়া টুথব্রাশে এই স্ক্রাব লাগিয়ে ঠোঁটের উপর ঘষলে উপকার পাবেন।

7 / 9
চুলেও ব্যবহার করা যেতে পারে: চুলের আগায় ফাটল ধরলে সারারাত পেট্রোলিয়ামের জেলির একটি আবরণ দিয়ে রাখুন। পরের দিন সকালে ম্যাজিকের মত অদৃশ্য করে দিতে পারে। কপালের উপর ছোট ছোট চুল যদি মুখের সামনে এসে বিরক্ত করে, তাহলে অল্প পরিমাণে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে চুলে ব্রাশ দিন।

চুলেও ব্যবহার করা যেতে পারে: চুলের আগায় ফাটল ধরলে সারারাত পেট্রোলিয়ামের জেলির একটি আবরণ দিয়ে রাখুন। পরের দিন সকালে ম্যাজিকের মত অদৃশ্য করে দিতে পারে। কপালের উপর ছোট ছোট চুল যদি মুখের সামনে এসে বিরক্ত করে, তাহলে অল্প পরিমাণে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে চুলে ব্রাশ দিন।

8 / 9
পায়ের যত্ন: শীতের শিরশিরানি ভাব এলেও গরমের আঁচ বাড়ে সকাল থেকেই। তাই মিনি ড্রেস এখনও ট্রেন্ডিংয়ের আওতায় রয়েছে। সরু ও মসৃণ পা-কে আকর্ষণীয় করে তুলতে পেট্রোলিয়াম জেল লাগিয়ে নিতে পারেন। তাতে পা হবে উজ্জ্বল ও হাইড্রেটেড।

পায়ের যত্ন: শীতের শিরশিরানি ভাব এলেও গরমের আঁচ বাড়ে সকাল থেকেই। তাই মিনি ড্রেস এখনও ট্রেন্ডিংয়ের আওতায় রয়েছে। সরু ও মসৃণ পা-কে আকর্ষণীয় করে তুলতে পেট্রোলিয়াম জেল লাগিয়ে নিতে পারেন। তাতে পা হবে উজ্জ্বল ও হাইড্রেটেড।

9 / 9
Follow Us: