Makeup Tips: একটা আইশ্যাডো প্যালেট দিয়েই সম্পূর্ণ হবে আপনার লুক! রইল মেকআপের দারুণ টিপস

TV9 Bangla Digital | Edited By: megha

Mar 01, 2022 | 3:22 PM

Eyeshadow: সেই অর্থে রোজকারে জীবনে ব্যবহৃত হয় না আইশ্যাডো। কিন্তু আইশ্যাডো প্যালেট ব্যবহার করে আপনি অন্য মেকআপও সম্পন্ন করতে পারেন। কীভাবে ভাবছেন? চলুন দেখে নেওয়া যাক...

1 / 6
সেই অর্থে রোজকারে জীবনে ব্যবহৃত হয় না আইশ্যাডো। কিন্তু আইশ্যাডো প্যালেট ব্যবহার করে আপনি অন্য মেকআপও সম্পন্ন করতে পারেন। কীভাবে ভাবছেন? চলুন দেখে নেওয়া যাক...

সেই অর্থে রোজকারে জীবনে ব্যবহৃত হয় না আইশ্যাডো। কিন্তু আইশ্যাডো প্যালেট ব্যবহার করে আপনি অন্য মেকআপও সম্পন্ন করতে পারেন। কীভাবে ভাবছেন? চলুন দেখে নেওয়া যাক...

2 / 6
কালো আইলাইনার তো আমরা সব সময় ব্যবহার করে থাকি। চোখে রঙের নেশা লাগাতে রঙিন আইলাইনার এখন বেশ ট্রেন্ডিং। কিন্তু আপনার কাছে যদি রঙিন আইলাইনার না থাকে তাহলে আইশ্যাডো ব্যবহার করে আইলাইনার পরে নিতে পারেন। এর জন্য চ্যাপ্টা কোনও ব্রাশ ব্যবহার করুন।

কালো আইলাইনার তো আমরা সব সময় ব্যবহার করে থাকি। চোখে রঙের নেশা লাগাতে রঙিন আইলাইনার এখন বেশ ট্রেন্ডিং। কিন্তু আপনার কাছে যদি রঙিন আইলাইনার না থাকে তাহলে আইশ্যাডো ব্যবহার করে আইলাইনার পরে নিতে পারেন। এর জন্য চ্যাপ্টা কোনও ব্রাশ ব্যবহার করুন।

3 / 6
আইশ্যাডো ব্যবহার করে লিপস্টিকও পরতে পারেন। যদি একটু অন্য ধরনের লিপস্টিকের খোঁজে থাকেন এবং কোনও রঙ যদি আপনার কাছে না থাকে তাহলে আইশ্যাডো প্যালেট থেকে বেছে নিতে পারেন রঙ। লিপস্টিক বা লিপবামের সঙ্গে মিশিয়ে রাঙিয়ে নিন ঠোঁট।

আইশ্যাডো ব্যবহার করে লিপস্টিকও পরতে পারেন। যদি একটু অন্য ধরনের লিপস্টিকের খোঁজে থাকেন এবং কোনও রঙ যদি আপনার কাছে না থাকে তাহলে আইশ্যাডো প্যালেট থেকে বেছে নিতে পারেন রঙ। লিপস্টিক বা লিপবামের সঙ্গে মিশিয়ে রাঙিয়ে নিন ঠোঁট।

4 / 6
আইব্রো পেনসিল শেষের দিকে? চিন্তা নেই। ব্রাউন শেডের আইশ্যাডো নিয়ে পূরণ করে ফেলুন আইব্রোর গ্যাপ। এরপর মাস্কারা ব্যাশ দিয়ে ভাল করে ব্লেন্ড করে নেবেন।

আইব্রো পেনসিল শেষের দিকে? চিন্তা নেই। ব্রাউন শেডের আইশ্যাডো নিয়ে পূরণ করে ফেলুন আইব্রোর গ্যাপ। এরপর মাস্কারা ব্যাশ দিয়ে ভাল করে ব্লেন্ড করে নেবেন।

5 / 6
শিমার বা হাইলাইটার আলাদা করে কেনা নেই? প্রয়োজনও নেই। আইশ্যাডো প্যালেটেই বেশ কয়েকটি শিমার রঙ দেওয়া থাকে। ফ্যান ব্যাশ ব্যবহার করে হাইলাইট করে নিন চিকস।

শিমার বা হাইলাইটার আলাদা করে কেনা নেই? প্রয়োজনও নেই। আইশ্যাডো প্যালেটেই বেশ কয়েকটি শিমার রঙ দেওয়া থাকে। ফ্যান ব্যাশ ব্যবহার করে হাইলাইট করে নিন চিকস।

6 / 6
কনট্যুর করার জন্য যে কোনও শেডের আইশ্যাডো বেছে নিন। এতেই কাজ হয়ে যাবে আপনার। যদি আপনার তৈলাক্ত ত্বক হয় তাহলে দারুণ কাজ দেবে এই পাউডার বেসের 'আইশ্যাডো' কনট্যুর।

কনট্যুর করার জন্য যে কোনও শেডের আইশ্যাডো বেছে নিন। এতেই কাজ হয়ে যাবে আপনার। যদি আপনার তৈলাক্ত ত্বক হয় তাহলে দারুণ কাজ দেবে এই পাউডার বেসের 'আইশ্যাডো' কনট্যুর।

Next Photo Gallery