Viral: নদী তীরে নজর কাড়া রেস্তোরাঁ, ভ্রমণ পিপাসুদের মনে ধরতে বাধ্য

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 09, 2021 | 8:06 PM

Thailand, দুচোখ ভরে সৌন্দর্য উপভোগ করার সঙ্গে যদি মেলে সুস্বাদু খাবার তাহলে তো আর কোনও কথাই নেই। জনপ্রিয় ভ্রমন কেন্দ্র থাইল্যান্ডের (Thailand) নদীক তীরে রয়েছে এমনই এই নজর কাড়া রেস্তোরাঁ

1 / 5
সৌন্দর্যের টানে যেকোনও বাধা বিপত্তি এড়িয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াতে প্রস্তুত, আমাদের পরিচিত মহলে এরকম অনেকেরই খোঁজ মেলে। দুচোখ ভরে সৌন্দর্য উপভোগ করার সঙ্গে যদি মেলে সুস্বাদু খাবার তাহলে তো আর কোনও কথাই নেই। জনপ্রিয় ভ্রমন কেন্দ্র থাইল্যান্ডের (Thailand) নদীক তীরে রয়েছে এমনই এই নজর কাড়া রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁতেই ঘটেছে এক অবাক করা ঘটনা। ছবি- রয়টার্স

সৌন্দর্যের টানে যেকোনও বাধা বিপত্তি এড়িয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াতে প্রস্তুত, আমাদের পরিচিত মহলে এরকম অনেকেরই খোঁজ মেলে। দুচোখ ভরে সৌন্দর্য উপভোগ করার সঙ্গে যদি মেলে সুস্বাদু খাবার তাহলে তো আর কোনও কথাই নেই। জনপ্রিয় ভ্রমন কেন্দ্র থাইল্যান্ডের (Thailand) নদীক তীরে রয়েছে এমনই এই নজর কাড়া রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁতেই ঘটেছে এক অবাক করা ঘটনা। ছবি- রয়টার্স

2 / 5
একে করোনা পরিস্থিতিতে ব্যবসার অবস্থা খারাপ তাঁর ওপর আসন্ন বন্যা পরিস্থিতিতে  হয়তো সম্পূর্ণ ধুলিস্যাৎ হবে এই রেস্তোরাঁ এমনটাই ভেবেছিলেন রেস্তোরাঁর মালিক টিটিপর্ন জুটিমানন (Titiporn Jutimanon)। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় সবসময়ই যে অভিশাপ ডেকে আনে এমনটা হয়তো ঠিক নয়। কখনও কখনও বিপর্যয় থেকে মেলে আশীর্বাদ। চাও ফারয়া নদীর ঢেউ বেড়ে যাওয়ার ফলে ওই রেস্তোরাঁ এসেছে অপ্রত্যাশিত সুযোগ। ছবি- রয়টার্স

একে করোনা পরিস্থিতিতে ব্যবসার অবস্থা খারাপ তাঁর ওপর আসন্ন বন্যা পরিস্থিতিতে হয়তো সম্পূর্ণ ধুলিস্যাৎ হবে এই রেস্তোরাঁ এমনটাই ভেবেছিলেন রেস্তোরাঁর মালিক টিটিপর্ন জুটিমানন (Titiporn Jutimanon)। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় সবসময়ই যে অভিশাপ ডেকে আনে এমনটা হয়তো ঠিক নয়। কখনও কখনও বিপর্যয় থেকে মেলে আশীর্বাদ। চাও ফারয়া নদীর ঢেউ বেড়ে যাওয়ার ফলে ওই রেস্তোরাঁ এসেছে অপ্রত্যাশিত সুযোগ। ছবি- রয়টার্স

3 / 5
বন্ধ হওয়ার পরিবর্তে টিটিপর্নের রেস্তোরাঁ থাইল্যান্ডে নয়া নজির স্থাপন করছে। জলস্তর বেড়ে যাওয়ার ফলে রেস্তোরাঁর বিস্তীর্ণ অংশে জল ঢুকে পড়ে এবং সেই ঢুকে পড়া জলেই ক্রমশ বাড়ছে ভিড়। ওই জলে পা ডুবিয়েই অনেকে রেস্তোরাঁর মজা উপভোগ করছেন। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এই সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয়েছে। ছবি- রয়টার্স

বন্ধ হওয়ার পরিবর্তে টিটিপর্নের রেস্তোরাঁ থাইল্যান্ডে নয়া নজির স্থাপন করছে। জলস্তর বেড়ে যাওয়ার ফলে রেস্তোরাঁর বিস্তীর্ণ অংশে জল ঢুকে পড়ে এবং সেই ঢুকে পড়া জলেই ক্রমশ বাড়ছে ভিড়। ওই জলে পা ডুবিয়েই অনেকে রেস্তোরাঁর মজা উপভোগ করছেন। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এই সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয়েছে। ছবি- রয়টার্স

4 / 5
চলতি সপ্তাহেই থাইল্যান্ডের উত্তর ও মধ্যভাগের বেশ কয়েকটি রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংঙ্কক (Bangkok) শহরের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর জলস্তর বন্যার জলের কারণে বেড়ে গিয়েছে। করোনা ভাইরাসের দাপটে দীর্ঘদিন ধরেই ক্ষতির মুখে পড়েছিল এই রেস্তোরাঁ। এই বর্তমান পরিস্থিতিতে সেই ক্ষতির পরিমাণ বেশ কিছুটা মেরামত হচ্ছে বলেই মত মালিকের।  ছবি- রয়টার্স

চলতি সপ্তাহেই থাইল্যান্ডের উত্তর ও মধ্যভাগের বেশ কয়েকটি রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংঙ্কক (Bangkok) শহরের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর জলস্তর বন্যার জলের কারণে বেড়ে গিয়েছে। করোনা ভাইরাসের দাপটে দীর্ঘদিন ধরেই ক্ষতির মুখে পড়েছিল এই রেস্তোরাঁ। এই বর্তমান পরিস্থিতিতে সেই ক্ষতির পরিমাণ বেশ কিছুটা মেরামত হচ্ছে বলেই মত মালিকের। ছবি- রয়টার্স

5 / 5
এমনিতেই থাইল্যান্ড জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র (famous tourist spot) হিসেবে পরিচিত। সারা বছরই দেশ বিদেশের থেকে পর্যটকরা ভিড় জমান এই দেশে। এই রেস্তোরাঁর ছবি ভাইরাল হওয়ার পর বিদেশী পর্যটকদের পাশাপাশি সেদেশের অনেকেও সপ্তাহ শেষে এখানে আসছেন এবং এই পরিবেশ চুটিয়ে উপভোগ করছেন। ছবি- রয়টার্স

এমনিতেই থাইল্যান্ড জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র (famous tourist spot) হিসেবে পরিচিত। সারা বছরই দেশ বিদেশের থেকে পর্যটকরা ভিড় জমান এই দেশে। এই রেস্তোরাঁর ছবি ভাইরাল হওয়ার পর বিদেশী পর্যটকদের পাশাপাশি সেদেশের অনেকেও সপ্তাহ শেষে এখানে আসছেন এবং এই পরিবেশ চুটিয়ে উপভোগ করছেন। ছবি- রয়টার্স

Next Photo Gallery