Kartik Aaryan: পয়সার অভাবে হয়নি ডাক্তারি পড়া, অভিনয়ে কেরিয়ার গড়ার সিদ্ধান্তে ছেড়ে যায় প্রেমিকাও
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Nov 22, 2021 | 3:39 PM
আউটসাইডার কার্তিকের বলিউড জার্নি কতকটা স্বপ্নের মতো। যে স্বপ্নে প্রথম দিকে পাশে পাননি পরিবারকে। ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকাও। জন্মদিনে জেনে নিন অভিনেতার জীবনের এমন কিছু সত্য, যা হয়তো আগে শোনেনি কোনওদিন।
1 / 6
কার্তিক আরিয়ান। আসল নাম কার্তিক তিওয়ারি। আজ তাঁর জন্মদিন। জীবনের ৩১টা বসন্ত পার করে ফেললেন কার্তিক। এই দীর্ঘ যাত্রাপথ মোটেও সহজ ছিল না। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আউটসাইডার কার্তিকের বলিউড জার্নি কতকটা স্বপ্নের মতো। যে স্বপ্নে প্রথম দিকে পাশে পাননি পরিবারকে। ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকাও। জন্মদিনে জেনে নিন অভিনেতার জীবনের এমন কিছু সত্য, যা হয়তো আগে শোনেনি কোনওদিন।
2 / 6
কার্তিক আরিয়ানের পরিবার চেয়েছিল ছেলে ডাক্তার হোক। কিন্তু ডাক্তারি পড়বার জন্য যে খরচের দরকার তা মেটাবার সামর্থ্য তাঁদের ছিল না।
3 / 6
কার্তিক অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। কিন্তু বলিউডে ব্রেক পাওয়া তো আর মুখের কথা নয়। প্রথম দিকে ১২ জনের সঙ্গে এক মেসবাড়িতে থাকতেন তিনি, হাতে পয়সা ছিল না। ওই ১২ জনের জন্য রান্না করতেন সকাল-বিকেল। বিনিময়ে হাতখরচা পেতেন।
4 / 6
ভালবাসতেন যাকে সেই মেয়েও কার্তিককে ছেড়ে দেন কারণ তিনি অভিনয়ে কেরিয়ার তৈরি করতে চেয়েছিলেন। কার্তিকের উপর বিশ্বাস ছিল না তৎকালীন প্রেমিকার। তাই প্রেমও পায়নি পূর্ণতা।
5 / 6
তাঁর প্রথম ছবি 'প্যায়ার কা পাঞ্চনামা'। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ছবি, কার্তিকের বয়স তখন মাত্র ২১। ছবিতে সাইন করে যখন ফিরছেন তখন উল্টে গিয়ে অটো। দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন কার্তিক।
6 / 6
ছোটবেলায় নাকি একবার বাজারে হারিয়ে গিয়েছিলেন কার্তিক! সে এক কাণ্ডে বটে... দিল্লির করোল বাগ মার্কেটে চার ঘণ্টার খোঁজাখুঁজির পর খোঁজ মেলে কার্তিকের। চিন্তায় গলা কাঠ হয়ে গিয়েছিল তাঁর বাবা-মায়ের।