Unknown Facts: আমিরের সঙ্গে প্রথম জনপ্রিয় হওয়া, অভিনেত্রী নন, ছোট থেকে কী হতে চেয়েছিলেন ঐশ্বর্য
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 21, 2022 | 9:31 AM
Aishwarya Rai Bachchan: ১৯৯৩ সালে আমির খানের সঙ্গে পেপসির বিজ্ঞাপনই রাতারাতি তাঁকে করে তুলেছিল জনপ্রিয়। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। তখন ঐশ্বর্য পরিচিতি মুখ।
1 / 6
মাত্র ৯ বছর বয়সে ক্যামেরার সামনে ঐশ্বর্য, ছোট থেকে তিনি কখনই চাননি অভিনয় জগতে পা রাখতে। তবে প্রথম কাজ তাঁর ক্যামলিন পেনসিল-এর বিজ্ঞাপনে।
2 / 6
১৯৯৩ সালে আমির খানের সঙ্গে পেপসির বিজ্ঞাপনই রাতারাতি তাঁকে করে তুলেছিল জনপ্রিয়। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। তখন ঐশ্বর্য পরিচিতি মুখ।
3 / 6
ছোট থেকে তিনি চেয়েছিলেন মেডিসিনে আসতে। কিন্তু পরিস্থিতি তাঁকে বিজ্ঞাপনে ও মডেলিং-এ নিয়ে আসে। সেখান থেকেই শুরু কেরিয়ারে নয়া সফর।
4 / 6
মিস ওয়ার্ল্ড হওয়ার আগেই তিনি বহু ছবির প্রস্তাব পেয়েছিলেন বি-টাউন থেকে। ততদিনে তিনি হয়ে গিয়েছিলেন পরিচিতি মুখ। ১৯৯৭ সালে তামিল ছবি দিয়ে তিনি অভিনয় শুরু করেন।
5 / 6
ঐশ্বর্য রাই হলেন প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি প্রথম কান চলচ্চিত্র উৎসবে জুরি মেমবার হয়েছিলেন। সাল ২০০৩, এর পর অনেকেই পেয়েছিলেন ডাক, তবে তাঁর আগে কেউ নেই ডাক পায়নি।
6 / 6
ঐশ্বর্য রাই বচ্চন বর্তমানে সেলেব দুনিয়ার এক আইকন, কারণ প্রতিটা পদে পদে তাঁর রূপ থেকে শুরু করে ফ্যাশন স্টেটমেন্ট, অভিনয় দক্ষতা খবরের শিরোনামে জায়গা করে নেয়।