Unknown Facts: আমিরের সঙ্গে প্রথম জনপ্রিয় হওয়া, অভিনেত্রী নন, ছোট থেকে কী হতে চেয়েছিলেন ঐশ্বর্য

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 21, 2022 | 9:31 AM

Aishwarya Rai Bachchan: ১৯৯৩ সালে আমির খানের সঙ্গে পেপসির বিজ্ঞাপনই রাতারাতি তাঁকে করে তুলেছিল জনপ্রিয়। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। তখন ঐশ্বর্য পরিচিতি মুখ।

1 / 6
মাত্র ৯ বছর বয়সে ক্যামেরার সামনে ঐশ্বর্য, ছোট থেকে তিনি কখনই চাননি অভিনয় জগতে পা রাখতে। তবে প্রথম কাজ তাঁর ক্যামলিন পেনসিল-এর বিজ্ঞাপনে।

মাত্র ৯ বছর বয়সে ক্যামেরার সামনে ঐশ্বর্য, ছোট থেকে তিনি কখনই চাননি অভিনয় জগতে পা রাখতে। তবে প্রথম কাজ তাঁর ক্যামলিন পেনসিল-এর বিজ্ঞাপনে।

2 / 6
১৯৯৩ সালে আমির খানের সঙ্গে পেপসির বিজ্ঞাপনই রাতারাতি তাঁকে করে তুলেছিল জনপ্রিয়। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। তখন ঐশ্বর্য পরিচিতি মুখ।

১৯৯৩ সালে আমির খানের সঙ্গে পেপসির বিজ্ঞাপনই রাতারাতি তাঁকে করে তুলেছিল জনপ্রিয়। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। তখন ঐশ্বর্য পরিচিতি মুখ।

3 / 6
ছোট থেকে তিনি চেয়েছিলেন মেডিসিনে আসতে। কিন্তু পরিস্থিতি তাঁকে বিজ্ঞাপনে ও মডেলিং-এ নিয়ে আসে। সেখান থেকেই শুরু কেরিয়ারে নয়া সফর।

ছোট থেকে তিনি চেয়েছিলেন মেডিসিনে আসতে। কিন্তু পরিস্থিতি তাঁকে বিজ্ঞাপনে ও মডেলিং-এ নিয়ে আসে। সেখান থেকেই শুরু কেরিয়ারে নয়া সফর।

4 / 6
মিস ওয়ার্ল্ড হওয়ার আগেই তিনি বহু ছবির প্রস্তাব পেয়েছিলেন বি-টাউন থেকে। ততদিনে তিনি হয়ে গিয়েছিলেন পরিচিতি মুখ। ১৯৯৭ সালে তামিল ছবি দিয়ে তিনি অভিনয় শুরু করেন।

মিস ওয়ার্ল্ড হওয়ার আগেই তিনি বহু ছবির প্রস্তাব পেয়েছিলেন বি-টাউন থেকে। ততদিনে তিনি হয়ে গিয়েছিলেন পরিচিতি মুখ। ১৯৯৭ সালে তামিল ছবি দিয়ে তিনি অভিনয় শুরু করেন।

5 / 6
ঐশ্বর্য রাই হলেন প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি প্রথম কান চলচ্চিত্র উৎসবে জুরি মেমবার হয়েছিলেন। সাল ২০০৩, এর পর অনেকেই পেয়েছিলেন ডাক, তবে তাঁর আগে কেউ নেই ডাক পায়নি।

ঐশ্বর্য রাই হলেন প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি প্রথম কান চলচ্চিত্র উৎসবে জুরি মেমবার হয়েছিলেন। সাল ২০০৩, এর পর অনেকেই পেয়েছিলেন ডাক, তবে তাঁর আগে কেউ নেই ডাক পায়নি।

6 / 6
ঐশ্বর্য রাই বচ্চন বর্তমানে সেলেব দুনিয়ার এক আইকন, কারণ প্রতিটা পদে পদে তাঁর রূপ থেকে শুরু করে ফ্যাশন স্টেটমেন্ট, অভিনয় দক্ষতা খবরের শিরোনামে জায়গা করে নেয়।

ঐশ্বর্য রাই বচ্চন বর্তমানে সেলেব দুনিয়ার এক আইকন, কারণ প্রতিটা পদে পদে তাঁর রূপ থেকে শুরু করে ফ্যাশন স্টেটমেন্ট, অভিনয় দক্ষতা খবরের শিরোনামে জায়গা করে নেয়।

Next Photo Gallery