Ruja Ignatova: ৭ বছর ধরে খুঁজছে একাধিক দেশের পুলিশ, সুন্দরীর মাথার দাম ৪২ কোটি টাকা!
Ruja Ignatova: বুলগেরিয়ায় জন্মলেও রুজা জার্মান নাগরিক। বড় মাপের তহবিল তছরূপ ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কারণে, ২০২২ সালে তাঁকে তাদের 'মোস্ট ওয়ান্টেড টেন'-এর তালিকায় যুক্ত করেছিল এফবিআই। প্রথমে তাঁকে ধরিয়ে দিতে পারলে বা ধরিয়ে দেওয়ার জন্য আড়াই লক্ষ ডলার পুরষ্কার ঘোষণা করেছিল এফবিআই। সম্প্রতি, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সেই পুরস্কারের পরিমাণ ৫০ লক্ষ ডলার বা প্রায় ৪২ কোটি টাকা করেছে।
Most Read Stories