Ruja Ignatova: ৭ বছর ধরে খুঁজছে একাধিক দেশের পুলিশ, সুন্দরীর মাথার দাম ৪২ কোটি টাকা!

Ruja Ignatova: বুলগেরিয়ায় জন্মলেও রুজা জার্মান নাগরিক। বড় মাপের তহবিল তছরূপ ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কারণে, ২০২২ সালে তাঁকে তাদের 'মোস্ট ওয়ান্টেড টেন'-এর তালিকায় যুক্ত করেছিল এফবিআই। প্রথমে তাঁকে ধরিয়ে দিতে পারলে বা ধরিয়ে দেওয়ার জন্য আড়াই লক্ষ ডলার পুরষ্কার ঘোষণা করেছিল এফবিআই। সম্প্রতি, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সেই পুরস্কারের পরিমাণ ৫০ লক্ষ ডলার বা প্রায় ৪২ কোটি টাকা করেছে।

| Updated on: Jul 01, 2024 | 11:59 PM
প্রতারণা করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। গত সাত বছর তাঁর পিছনে ধাওয়া করছে মার্কিন সংস্থা এফবিআই-সহ একাধিক দেখের গোটেন্দা সংস্থা। তবু তিনি ধরাছোঁয়ার বাইরে। তিনি 'ক্রিপ্টোকুইন'  রুজা ইগনাতোভা।

প্রতারণা করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। গত সাত বছর তাঁর পিছনে ধাওয়া করছে মার্কিন সংস্থা এফবিআই-সহ একাধিক দেখের গোটেন্দা সংস্থা। তবু তিনি ধরাছোঁয়ার বাইরে। তিনি 'ক্রিপ্টোকুইন' রুজা ইগনাতোভা।

1 / 8
বুলগেরিয়ায় জন্মলেও রুজা জার্মান নাগরিক। বড় মাপের তহবিল তছরূপ ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কারণে, ২০২২ সালে তাঁকে তাদের 'মোস্ট ওয়ান্টেড টেন'-এর তালিকায় যুক্ত করেছিল এফবিআই। প্রথমে তাঁকে ধরিয়ে দিতে পারলে বা ধরিয়ে দেওয়ার জন্য আড়াই লক্ষ ডলার পুরষ্কার ঘোষণা করেছিল এফবিআই। সম্প্রতি, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সেই পুরস্কারের পরিমাণ ৫০ লক্ষ ডলার বা প্রায় ৪২ কোটি টাকা করেছে।

বুলগেরিয়ায় জন্মলেও রুজা জার্মান নাগরিক। বড় মাপের তহবিল তছরূপ ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কারণে, ২০২২ সালে তাঁকে তাদের 'মোস্ট ওয়ান্টেড টেন'-এর তালিকায় যুক্ত করেছিল এফবিআই। প্রথমে তাঁকে ধরিয়ে দিতে পারলে বা ধরিয়ে দেওয়ার জন্য আড়াই লক্ষ ডলার পুরষ্কার ঘোষণা করেছিল এফবিআই। সম্প্রতি, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সেই পুরস্কারের পরিমাণ ৫০ লক্ষ ডলার বা প্রায় ৪২ কোটি টাকা করেছে।

2 / 8
কিন্তু, রুজা ইগনাটোভা কী দোষ করেছেন? ২০১৪ সালে সোফিয়াতে তিনি ওয়ানকয়েন নামে একটি জাল ক্রিপ্টোকারেন্সি সংস্থা খুলে ব্যবসার ফাঁদ পেতে ছিলেন রুজা। রূপের টানে মোহিত করে ক্লায়েন্টদের জাল ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করাতেন তিনি। এইভাবে প্রায় ৪০০ কোটি ডলার বা ৩৩৪ কোটি টাকার প্রতারণা করেছিলেন বলে অভিযোগ।

কিন্তু, রুজা ইগনাটোভা কী দোষ করেছেন? ২০১৪ সালে সোফিয়াতে তিনি ওয়ানকয়েন নামে একটি জাল ক্রিপ্টোকারেন্সি সংস্থা খুলে ব্যবসার ফাঁদ পেতে ছিলেন রুজা। রূপের টানে মোহিত করে ক্লায়েন্টদের জাল ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করাতেন তিনি। এইভাবে প্রায় ৪০০ কোটি ডলার বা ৩৩৪ কোটি টাকার প্রতারণা করেছিলেন বলে অভিযোগ।

3 / 8
মার্কিন সরকার ওয়ানকয়েনকে বিশ্বের ইতিহাসে "সবচেয়ে বড় জালিয়াতি স্কিম" বলেছে। আমেরিকার পাশাপাশি, বুলগেরিয়া গোয়েন্দা বিভাগও রুজাকে গরু খোঁজা খুঁজছে। কিন্তু, গত সাত বছর ধরে তাদের চোখে ধুলো দিয়ে লোকচক্ষের আড়ালে রয়েছেন তিনি।

মার্কিন সরকার ওয়ানকয়েনকে বিশ্বের ইতিহাসে "সবচেয়ে বড় জালিয়াতি স্কিম" বলেছে। আমেরিকার পাশাপাশি, বুলগেরিয়া গোয়েন্দা বিভাগও রুজাকে গরু খোঁজা খুঁজছে। কিন্তু, গত সাত বছর ধরে তাদের চোখে ধুলো দিয়ে লোকচক্ষের আড়ালে রয়েছেন তিনি।

4 / 8
তাঁকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল ২০১৭ সালে। ২০১৭-র ২৫ অক্টোবর বুলগেরিয়া থেকে গ্রিসের উদ্দেশে রওনা দিয়েছিলেন রুজা। গ্রিসের এথেন্সে তাঁকে দেখাছিলেন কেউ কেউ। এরপর যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছেন এই সুন্দরী।

তাঁকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল ২০১৭ সালে। ২০১৭-র ২৫ অক্টোবর বুলগেরিয়া থেকে গ্রিসের উদ্দেশে রওনা দিয়েছিলেন রুজা। গ্রিসের এথেন্সে তাঁকে দেখাছিলেন কেউ কেউ। এরপর যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছেন এই সুন্দরী।

5 / 8
এফবিআই-এর মতে, জার্মান পাসপোর্ট ব্যবহার করে রুজা সম্ভবত গ্রিস, সংযুক্ত আরব আমিরশাহি, রাশিয়া বা পূর্ব ইউরোপের কোনও দেশে চলে গিয়েছেন। এফবিআই-এর ধারণা, প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলেও ফেলে থাকতে পারেন ক্রিপ্টোকুইন। এফবিআই আরও বলেছে, রুজা ইগনাটোভার সঙ্গে সবসময় সম্ভভত সশস্ত্র প্রহরী এবং অন্যান্য সহযোগীরা থাকে।

এফবিআই-এর মতে, জার্মান পাসপোর্ট ব্যবহার করে রুজা সম্ভবত গ্রিস, সংযুক্ত আরব আমিরশাহি, রাশিয়া বা পূর্ব ইউরোপের কোনও দেশে চলে গিয়েছেন। এফবিআই-এর ধারণা, প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলেও ফেলে থাকতে পারেন ক্রিপ্টোকুইন। এফবিআই আরও বলেছে, রুজা ইগনাটোভার সঙ্গে সবসময় সম্ভভত সশস্ত্র প্রহরী এবং অন্যান্য সহযোগীরা থাকে।

6 / 8
একবার, রুজাকে ধরার খুব কাছাকাছি চলে এসেছিল এফবিআই। তাঁর মার্কিন বয়ফ্রেন্ডকে কাজে লাগিয়েছিল মার্কিন সংস্থাটি। কিন্তু, রুজা তাঁর অ্যাপার্টমেন্টে পা রেখেই বুঝে গিয়েছিলেন, তিনি এফবিআই-এর সঙ্গে হাত মিলিয়েছেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন।

একবার, রুজাকে ধরার খুব কাছাকাছি চলে এসেছিল এফবিআই। তাঁর মার্কিন বয়ফ্রেন্ডকে কাজে লাগিয়েছিল মার্কিন সংস্থাটি। কিন্তু, রুজা তাঁর অ্যাপার্টমেন্টে পা রেখেই বুঝে গিয়েছিলেন, তিনি এফবিআই-এর সঙ্গে হাত মিলিয়েছেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন।

7 / 8
এই কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে রুজা ইগনাটোভার ওয়ানকয়েন পার্টনারদের কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওয়ানকয়েনের সহ-প্রতিষ্ঠাতা কার্ল গ্রিনউডকে গত বছর ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে ৩০ কোটি ডলার বাজেয়াপ্ত করা হয়েছিল। বুলগেরিয়ার নাগরিক ইরিনা দিলকিনস্কা এবং মার্কিন নাগরিক মার্ক স্কটকে যথাক্রমে চার বছর এবং দশ বছরের সাজা দেওয়া হয়েছে। তবে ধরাছোঁয়ার বাইরেই রয়েছেন রুজা।

এই কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে রুজা ইগনাটোভার ওয়ানকয়েন পার্টনারদের কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওয়ানকয়েনের সহ-প্রতিষ্ঠাতা কার্ল গ্রিনউডকে গত বছর ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে ৩০ কোটি ডলার বাজেয়াপ্ত করা হয়েছিল। বুলগেরিয়ার নাগরিক ইরিনা দিলকিনস্কা এবং মার্কিন নাগরিক মার্ক স্কটকে যথাক্রমে চার বছর এবং দশ বছরের সাজা দেওয়া হয়েছে। তবে ধরাছোঁয়ার বাইরেই রয়েছেন রুজা।

8 / 8
Follow Us: