Uttarakhand Landslide: জোশীমঠের পর কর্ণপ্রয়াগের প্রায় ৫০টি বাড়িতে ফাটল, ঝুঁকির মধ্যে ৩০টি পরিবার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 10, 2023 | 11:55 PM

জোশীমঠ বিপর্যয়ের পুনরাবৃত্তির আশঙ্কায় ইতিমধ্যে কর্ণপ্রয়াগের বহুগণা নগর এলাকার অনেকেই ঘর ছাড়তে শুরু করেছেন। যা নতুন করে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

1 / 6
 কর্ণপ্রয়াগে ধস। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

কর্ণপ্রয়াগে ধস। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

2 / 6
উত্তরাখণ্ডের চামোলি জেলার কর্ণপ্রয়াগ শহরের বহুগুণা নগর এলাকায় প্রায় ৫০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।  যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

উত্তরাখণ্ডের চামোলি জেলার কর্ণপ্রয়াগ শহরের বহুগুণা নগর এলাকায় প্রায় ৫০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

3 / 6
কর্ণপ্রয়াগের উচ্চ বাজার ওয়ার্ডের ৩০টি পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

কর্ণপ্রয়াগের উচ্চ বাজার ওয়ার্ডের ৩০টি পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

4 / 6
জোশীমঠ বিপর্যয়ের পুনরাবৃত্তির আশঙ্কায় ইতিমধ্যে বহুগণা নগর এলাকার অনেকেই ঘর ছাড়তে শুরু করেছেন। প্রশাসনের তরফেও অনেককে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

জোশীমঠ বিপর্যয়ের পুনরাবৃত্তির আশঙ্কায় ইতিমধ্যে বহুগণা নগর এলাকার অনেকেই ঘর ছাড়তে শুরু করেছেন। প্রশাসনের তরফেও অনেককে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

5 / 6
বড় বিপর্যয়ের আশঙ্কায় কর্ণপ্রয়াগের ধস-কবলিত এলাকার পরিবারগুলি রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ছবি সৌজন্য: পুষ্কর সিং ধামি টুইটার

বড় বিপর্যয়ের আশঙ্কায় কর্ণপ্রয়াগের ধস-কবলিত এলাকার পরিবারগুলি রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ছবি সৌজন্য: পুষ্কর সিং ধামি টুইটার

6 / 6
যে সমস্ত বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সেই সমস্ত পরিবারের অনেককে স্থানীয় প্রশাসনের তরফে অস্থায়ীভাবে থাকার জায়গা দেওয়া হয়েছে। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

যে সমস্ত বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সেই সমস্ত পরিবারের অনেককে স্থানীয় প্রশাসনের তরফে অস্থায়ীভাবে থাকার জায়গা দেওয়া হয়েছে। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

Next Photo Gallery