Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Valentine’s Day 2023: আজ সেই বিশেষ দিন! সম্পর্ক টিকিয়ে রাখতে সঙ্গীকে উপহার দিন বাস্তুমতে

Vastu for Gifts: মনে করা হয়, এদিন সব মানুষের মনেই ভালোবাসা স্পর্শ লেগে যায়। শুধু মনের কথাই নয়, সঙ্গীকে বিশেষ উপহার দেওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়।

| Edited By: | Updated on: Feb 14, 2023 | 9:56 AM
অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি চলে এসেছে। প্রেমে হাবুডুবু খাচ্ছেন যারা, তাদের জন্য আজকের দিনটি পোয়া বারো তো বটেই, যারা প্রেমের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্যও শুভ। ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। প্রেমিক-প্রেমিকাদের বিশেষ দিন। আর এই দিনটির জন্য ভালোবাসার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে।

অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি চলে এসেছে। প্রেমে হাবুডুবু খাচ্ছেন যারা, তাদের জন্য আজকের দিনটি পোয়া বারো তো বটেই, যারা প্রেমের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্যও শুভ। ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। প্রেমিক-প্রেমিকাদের বিশেষ দিন। আর এই দিনটির জন্য ভালোবাসার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে।

1 / 8
ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যুগলেরা কবে ১৪ ফেব্রুয়ারি আসবে, সেই নিয়ে ক্যালেন্ডারে চোখ রাখেন। মনে করা হয়, এদিন সব মানুষের মনেই ভালবাসা স্পর্শ লেগে যায়। শুধু মনের কথাই নয়, সঙ্গীকে বিশেষ উপহার দেওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়।

ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যুগলেরা কবে ১৪ ফেব্রুয়ারি আসবে, সেই নিয়ে ক্যালেন্ডারে চোখ রাখেন। মনে করা হয়, এদিন সব মানুষের মনেই ভালবাসা স্পর্শ লেগে যায়। শুধু মনের কথাই নয়, সঙ্গীকে বিশেষ উপহার দেওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়।

2 / 8
সম্পর্কে দৃঢ়তা আনতে সঙ্গীকে উপহার দেওয়ার আগে দুবার ভেবে নিন। বাস্তুমতে এদিন কোন কোন জিনিস উপহার হিসেবে দেবেন সেগুলি জেনে রাখা প্রয়োজন। ভ্যালেন্টাইনস ডে-তে সাধারণত কার্ড, চকোলেট, গোলাপ ফুল, ছবির ফ্রেম, পোশাক এ সবই উপহার হিসেবে সঙ্গীকে দেন। বাস্তুমতে কোন উপহারগুলি শুভ ও সম্পর্কে মধুর ভাব বজায় থাকবে, তা জেনে নিন...

সম্পর্কে দৃঢ়তা আনতে সঙ্গীকে উপহার দেওয়ার আগে দুবার ভেবে নিন। বাস্তুমতে এদিন কোন কোন জিনিস উপহার হিসেবে দেবেন সেগুলি জেনে রাখা প্রয়োজন। ভ্যালেন্টাইনস ডে-তে সাধারণত কার্ড, চকোলেট, গোলাপ ফুল, ছবির ফ্রেম, পোশাক এ সবই উপহার হিসেবে সঙ্গীকে দেন। বাস্তুমতে কোন উপহারগুলি শুভ ও সম্পর্কে মধুর ভাব বজায় থাকবে, তা জেনে নিন...

3 / 8
লাফিং বুদ্ধ:  ভালোবাসার দিবসে সঙ্গীকে হাসিখুশি ও সুখী রাখতে হলে একটি লাফিং বুদ্ধের মূর্তিও উপহার দিতে পারেন। হাসিখুশি কিউট বুদ্ধকে বাস্তুশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়। এই মূর্তিটি সঙ্গীর জীবনে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসতে পারে।

লাফিং বুদ্ধ: ভালোবাসার দিবসে সঙ্গীকে হাসিখুশি ও সুখী রাখতে হলে একটি লাফিং বুদ্ধের মূর্তিও উপহার দিতে পারেন। হাসিখুশি কিউট বুদ্ধকে বাস্তুশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়। এই মূর্তিটি সঙ্গীর জীবনে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসতে পারে।

4 / 8
লাকি ব্যাম্বু: বাস্তু শাস্ত্র অনুযায়ী, লাকি ব্যাম্বু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সম্পর্কে উন্নতি ও সমৃদ্ধির প্রতীক হিসাবেও মনে করা হয়। এদিন আপনি যদি ভালবাসা দিবসে আপনার সঙ্গীকে লাকি ব্যাম্বু উপহার দেন, তাহলে প্রেম, সুখ ও শান্তি সম্পর্কের মধ্যে দীর্ঘস্থায়ীভাবে বজায় থাকবে।

লাকি ব্যাম্বু: বাস্তু শাস্ত্র অনুযায়ী, লাকি ব্যাম্বু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সম্পর্কে উন্নতি ও সমৃদ্ধির প্রতীক হিসাবেও মনে করা হয়। এদিন আপনি যদি ভালবাসা দিবসে আপনার সঙ্গীকে লাকি ব্যাম্বু উপহার দেন, তাহলে প্রেম, সুখ ও শান্তি সম্পর্কের মধ্যে দীর্ঘস্থায়ীভাবে বজায় থাকবে।

5 / 8
 গোলাপী ফুল: প্রেম মানেই লাল গোলাপ। কিন্তু বাস্তুশাস্ত্রের মতে, ভালবাসা দিবসে লালের পাশাপাশি গোলাপী ফুল দেওয়া সবচেয়ে শুভ। বিশ্বাস করা হয় যে গোলাপী ও লাল ফুল বন্ধুত্ব ও প্রেম বাড়াতে সাহায্য করবে।

গোলাপী ফুল: প্রেম মানেই লাল গোলাপ। কিন্তু বাস্তুশাস্ত্রের মতে, ভালবাসা দিবসে লালের পাশাপাশি গোলাপী ফুল দেওয়া সবচেয়ে শুভ। বিশ্বাস করা হয় যে গোলাপী ও লাল ফুল বন্ধুত্ব ও প্রেম বাড়াতে সাহায্য করবে।

6 / 8
ফুল দেওয়ার সঙ্গে কী কী মাথায় রাখবেন: ভালবাসা দিবসে, অধিকাংশই ভালবাসা প্রকাশ করার জন্য গোলাপ উপহার হিসেবে। গোলাপের ফুল দেওয়ার সময়, মনে রাখবেন যে তাতে যেন কাঁটা থাকা উচিত নয়। উপহার হিসাবে কাঁটাযুক্ত ফুল দেওয়া হলে সম্পর্কে ভাঙন ধরতে পারে।

ফুল দেওয়ার সঙ্গে কী কী মাথায় রাখবেন: ভালবাসা দিবসে, অধিকাংশই ভালবাসা প্রকাশ করার জন্য গোলাপ উপহার হিসেবে। গোলাপের ফুল দেওয়ার সময়, মনে রাখবেন যে তাতে যেন কাঁটা থাকা উচিত নয়। উপহার হিসাবে কাঁটাযুক্ত ফুল দেওয়া হলে সম্পর্কে ভাঙন ধরতে পারে।

7 / 8
 উপহারের র‍্যাপার কেমন হবে: বাস্তু বিশেষজ্ঞদের মতে, ভ্যালেন্টাইনস ডে-তে পার্টনারকে উপহার দেওয়ার সময় যে কোনও রঙের মোড়ক নয়, নির্দিষ্ট কিছু র‍্যাপার দিয়ে মুড়ে দিন। কারণ র‍্যাপারের রঙটিও সম্পর্কের উপর প্রভাব ফেলে। প্রেম দিবসে নীল, কালো বা সাদা রঙিন কাগজ দিয়ে উপহার মুড়ে দেবেন না। সোনালি, লাল, গোলাপী, হলুদ এমন রঙগুলি র‍্যাপার হিসেবে ব্যবহার করুন।

উপহারের র‍্যাপার কেমন হবে: বাস্তু বিশেষজ্ঞদের মতে, ভ্যালেন্টাইনস ডে-তে পার্টনারকে উপহার দেওয়ার সময় যে কোনও রঙের মোড়ক নয়, নির্দিষ্ট কিছু র‍্যাপার দিয়ে মুড়ে দিন। কারণ র‍্যাপারের রঙটিও সম্পর্কের উপর প্রভাব ফেলে। প্রেম দিবসে নীল, কালো বা সাদা রঙিন কাগজ দিয়ে উপহার মুড়ে দেবেন না। সোনালি, লাল, গোলাপী, হলুদ এমন রঙগুলি র‍্যাপার হিসেবে ব্যবহার করুন।

8 / 8
Follow Us: