Varun Dhawan Controversy: ‘এও দেখতে হল?’ সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করতেই ভয়ানক ট্রোল্ড বরুণ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 14, 2022 | 7:47 PM

Trolling: কেউ কেউ লিখলেন 'লজ্জা করল না এই পোস্ট শেয়ার করতে!' যদিও এই মর্মে মুখ খোলেননি বরুণ ধাওয়ান।

1 / 6
দশ বছর ধরে বিটাউনে রাজত্ব করছেন ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ান। করণ জোহরের হাত ধরে বিটাউনে তাঁর আত্মপ্রকাশ। নেপোটিজমের তকমা গায়ে মেখে অভিনয় জগতে পা রাখলেও তিনি নিজেকে প্রমাণ করেছেন প্রতিটা মুহূর্তে।

দশ বছর ধরে বিটাউনে রাজত্ব করছেন ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ান। করণ জোহরের হাত ধরে বিটাউনে তাঁর আত্মপ্রকাশ। নেপোটিজমের তকমা গায়ে মেখে অভিনয় জগতে পা রাখলেও তিনি নিজেকে প্রমাণ করেছেন প্রতিটা মুহূর্তে।

2 / 6
একের পর এক হিট ছবি তিনি বিটাউনে উপহার দিয়ে চলেছেন। তবে শেষ মুক্তি পাওয়া ছবি ভেড়িয়া বক্স অফিসে সেভাবে ফল করতে পারেনি। সেই কারণেই এবার বেজায় কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।

একের পর এক হিট ছবি তিনি বিটাউনে উপহার দিয়ে চলেছেন। তবে শেষ মুক্তি পাওয়া ছবি ভেড়িয়া বক্স অফিসে সেভাবে ফল করতে পারেনি। সেই কারণেই এবার বেজায় কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।

3 / 6
ঝুলিতে তাঁর একাধিক ভাল ছবি থাকলেও টানা ১০ বছরে সেরা অভিনেতার তকমা তাঁর গায়ে? এই খবর যেন নেটপাড়া কোনও মতেই মেনে নিতে পারল না। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি খবর শেয়ার করেন বরুণ ধাওয়ান। ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড ২০২২-তে দশ বছরে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি।

ঝুলিতে তাঁর একাধিক ভাল ছবি থাকলেও টানা ১০ বছরে সেরা অভিনেতার তকমা তাঁর গায়ে? এই খবর যেন নেটপাড়া কোনও মতেই মেনে নিতে পারল না। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি খবর শেয়ার করেন বরুণ ধাওয়ান। ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড ২০২২-তে দশ বছরে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি।

4 / 6
এই খবর সামনে আসতেই চরম ট্রোল্ড হন বরুণ ধাওয়ান। এমন কি বাধ্য হয়েই সোশ্যাল পোস্টটি ডিলিটও করে দেন তিনি। একজন লিখলেন- বোধহয় সেলেবরা নিজেরাই ট্রোলিং চাইছেন চর্চায় থাকতে।

এই খবর সামনে আসতেই চরম ট্রোল্ড হন বরুণ ধাওয়ান। এমন কি বাধ্য হয়েই সোশ্যাল পোস্টটি ডিলিটও করে দেন তিনি। একজন লিখলেন- বোধহয় সেলেবরা নিজেরাই ট্রোলিং চাইছেন চর্চায় থাকতে।

5 / 6
অপর এক ব্যক্তি লিখলেন- এও দেখতে হল? ভগবান আমায় তুলে নাও...। কেউ কেউ লিখলেন লজ্জা করল না এই পোস্ট শেয়ার করতে! যদিও এই মর্মে মুখ খোলেননি বরুণ ধাওয়ান। তিনি চুপচাপ পোস্টটি তুলে নেন।

অপর এক ব্যক্তি লিখলেন- এও দেখতে হল? ভগবান আমায় তুলে নাও...। কেউ কেউ লিখলেন লজ্জা করল না এই পোস্ট শেয়ার করতে! যদিও এই মর্মে মুখ খোলেননি বরুণ ধাওয়ান। তিনি চুপচাপ পোস্টটি তুলে নেন।

6 / 6
বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ ধাওয়ান। তবে যুগ যুগ জিও ছবির থেকেও খারাপ অবস্থা হল এবার ভেড়িয়া ছবি। যদিও যুগ যুগ জিও ১৫০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল।

বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ ধাওয়ান। তবে যুগ যুগ জিও ছবির থেকেও খারাপ অবস্থা হল এবার ভেড়িয়া ছবি। যদিও যুগ যুগ জিও ১৫০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল।

Next Photo Gallery