Vegetable Juice: শীতে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে রোজ খান এই ৫ সবজির জুস
Detox Drink: উজ্জ্বল ত্বক পেতে কে আর না চায়! কিন্তু শীতের শুরুতেই ত্বক যে ভাবে রুক্ষ হতে শুরু করেছে তাতে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক ঔজ্জ্বল্য। নিয়মিত ক্কিম, ময়েশ্চারাইজার মাখলে বাইরে থেকে রুক্ষতা বোঝা যায় না। কিন্তু ভেতর থেকে কোশ শুকিয়ে পড়ে। আর তাই নজর রাখুন ডায়েটেও। সেই সঙ্গে সবজির জুসে থাকে প্রচুর পরিমাণ পুষ্টি।