রশ্মিকা থেকে সাঁই পল্লবী… স্কুলের পরীক্ষায় এই অভিনেতাদের প্রাপ্ত নম্বর শুনলে চমকে যাবেন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 23, 2021 | 7:21 PM

জনপ্রিয় এই দক্ষিণী অভিনেত্রীদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর শুনলে তাক লেগে যাবে। পড়াশোনাকে একেবারেই অবজ্ঞা করেননি তাঁরা। বরং প্যাশন হিসেবে অভিনয় বেছে নিয়েও লেখাপড়া চালিয়ে গিয়েছেন ঠিকই।

1 / 6
নিজ নিজ ক্ষেত্রে তাঁরা সুপ্রতিষ্ঠিত। কেউ বিনা মেকআপে আবার কেউ বা সিগনেচার পোজে নিজেদের ছাপ ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। সাঁই পল্লবী থেকে শুরু রশ্মিকা মন্দানা... জনপ্রিয় এই দক্ষিণী অভিনেত্রীদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর শুনলে তাক লেগে যাবে। পড়াশোনাকে একেবারেই অবজ্ঞা করেননি তাঁরা। বরং প্যাশন হিসেবে অভিনয় বেছে নিয়েও লেখাপড়া চালিয়ে গিয়েছেন ঠিকই।

নিজ নিজ ক্ষেত্রে তাঁরা সুপ্রতিষ্ঠিত। কেউ বিনা মেকআপে আবার কেউ বা সিগনেচার পোজে নিজেদের ছাপ ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। সাঁই পল্লবী থেকে শুরু রশ্মিকা মন্দানা... জনপ্রিয় এই দক্ষিণী অভিনেত্রীদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর শুনলে তাক লেগে যাবে। পড়াশোনাকে একেবারেই অবজ্ঞা করেননি তাঁরা। বরং প্যাশন হিসেবে অভিনয় বেছে নিয়েও লেখাপড়া চালিয়ে গিয়েছেন ঠিকই।

2 / 6
বলিউডে ডেবিউ করতে চলেছেন 'জাতীয় ক্রাশ' রশ্মিকা। দশম শ্রেণীর পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৮৮% ও বারো ক্লাসের পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৮২ শতাংশ।

বলিউডে ডেবিউ করতে চলেছেন 'জাতীয় ক্রাশ' রশ্মিকা। দশম শ্রেণীর পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৮৮% ও বারো ক্লাসের পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৮২ শতাংশ।

3 / 6
বিজয় দেবেরাকোন্ডা-- টিনেজাররা ফিদা তাঁর লুকে। দক্ষিণী অভিনয় জগতেই শুধু নয়, সারা ভারতেই তিনি সুপরিচিত। এ হেন বিজয় টেন-এ পেয়েছিলেন শতকরা ৮০ শতাংশ। ও ক্লাস টুয়েলভে তাঁর প্রাপ্ত নম্বর ৭৫%।

বিজয় দেবেরাকোন্ডা-- টিনেজাররা ফিদা তাঁর লুকে। দক্ষিণী অভিনয় জগতেই শুধু নয়, সারা ভারতেই তিনি সুপরিচিত। এ হেন বিজয় টেন-এ পেয়েছিলেন শতকরা ৮০ শতাংশ। ও ক্লাস টুয়েলভে তাঁর প্রাপ্ত নম্বর ৭৫%।

4 / 6
ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনে সামান্থা আক্কিনেনি নিজের অভিনয় দক্ষতার ছাপ ফেলেছেন। এই অভিনেত্রী পড়াশোনাতেও ছিলেন ভীষণই ভাল। দশম শ্রেণীতে তাঁর প্রাপ্ত নম্বর ৮৮.৭% ও ক্লাস টুয়েলভে তিনি পেয়েছিলেন শতকরা ৭২ শতাংশ নম্বর।

ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনে সামান্থা আক্কিনেনি নিজের অভিনয় দক্ষতার ছাপ ফেলেছেন। এই অভিনেত্রী পড়াশোনাতেও ছিলেন ভীষণই ভাল। দশম শ্রেণীতে তাঁর প্রাপ্ত নম্বর ৮৮.৭% ও ক্লাস টুয়েলভে তিনি পেয়েছিলেন শতকরা ৭২ শতাংশ নম্বর।

5 / 6
হিন্দি ছবিরও জনপ্রিয় মুখ কাজল আগরওয়াল। যদিও তাঁর কেরিয়ার শুরু দক্ষিণী ছবি দিয়েই। কাজল দশম শ্রেণীতে পেয়েছিলেন ৮০ শতাংশ। আর ১২-এ তা খানিক কমে গিয়ে দাঁড়িয়েছিল ৭১ শতাংশ।

হিন্দি ছবিরও জনপ্রিয় মুখ কাজল আগরওয়াল। যদিও তাঁর কেরিয়ার শুরু দক্ষিণী ছবি দিয়েই। কাজল দশম শ্রেণীতে পেয়েছিলেন ৮০ শতাংশ। আর ১২-এ তা খানিক কমে গিয়ে দাঁড়িয়েছিল ৭১ শতাংশ।

6 / 6
সাঁই পল্লবী যে মেধাবী এ কথা কারও অজানা নেই। মেধাবী সাঁই দশম শ্রেণীতে পেয়েছিলেন ৮৮ শতাংশ ও ১২ ক্লাসে পেয়েছিলেন ৮৫ শতাংশ নম্বর।

সাঁই পল্লবী যে মেধাবী এ কথা কারও অজানা নেই। মেধাবী সাঁই দশম শ্রেণীতে পেয়েছিলেন ৮৮ শতাংশ ও ১২ ক্লাসে পেয়েছিলেন ৮৫ শতাংশ নম্বর।

Next Photo Gallery