UEFA Champions League: বায়ার্নকে হারিয়ে সেমিতে পৌঁছে চমক ভিলারিয়ালের

আলিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রবার্ট লেওয়ানডস্কির বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ভিলারিয়ালের (Villarreal) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে। দুই লেগের ফল মিলিয়ে ২-১ ব্যবধানে হেরে বায়ার্নের সেমিফাইনালের আশা ভেঙে চুরমার করে দিল ভিলারিয়াল।

| Edited By: | Updated on: Apr 13, 2022 | 1:06 PM
চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখ ভিলারিয়ালের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে।

চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখ ভিলারিয়ালের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে।

1 / 4
বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেছেন পোলিশ সুপারস্টার রবার্ড লেওয়ানডস্কি (৫২ মিনিট)। অন্যদিকে ভিলারিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন স্যামুয়েল চুকউয়েজ (৮৮ মিনিট)।

বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেছেন পোলিশ সুপারস্টার রবার্ড লেওয়ানডস্কি (৫২ মিনিট)। অন্যদিকে ভিলারিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন স্যামুয়েল চুকউয়েজ (৮৮ মিনিট)।

2 / 4
প্রথম লেগে বায়ার্নকে ১ গোলে হারিয়েছিল ভিলারিয়াল। সেই ফলই লেওয়ানডস্কিদের সেমিফাইনালে যাওয়া আটকে দিল।

প্রথম লেগে বায়ার্নকে ১ গোলে হারিয়েছিল ভিলারিয়াল। সেই ফলই লেওয়ানডস্কিদের সেমিফাইনালে যাওয়া আটকে দিল।

3 / 4
দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নিল ভিলারিয়াল। এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল ভিলারিয়াল। এর আগে ২০০৬ সালে সেমিতে উঠেছিল ভিলারিয়াল।

দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নিল ভিলারিয়াল। এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল ভিলারিয়াল। এর আগে ২০০৬ সালে সেমিতে উঠেছিল ভিলারিয়াল।

4 / 4
Follow Us: