Bangla News » Photo gallery » Villarreal stun Bayern Munich to reach UEFA Champions League semifinal
UEFA Champions League: বায়ার্নকে হারিয়ে সেমিতে পৌঁছে চমক ভিলারিয়ালের
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Apr 13, 2022 | 1:06 PM
আলিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রবার্ট লেওয়ানডস্কির বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ভিলারিয়ালের (Villarreal) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে। দুই লেগের ফল মিলিয়ে ২-১ ব্যবধানে হেরে বায়ার্নের সেমিফাইনালের আশা ভেঙে চুরমার করে দিল ভিলারিয়াল।
Apr 13, 2022 | 1:06 PM
চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখ ভিলারিয়ালের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে।
1 / 4
বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেছেন পোলিশ সুপারস্টার রবার্ড লেওয়ানডস্কি (৫২ মিনিট)। অন্যদিকে ভিলারিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন স্যামুয়েল চুকউয়েজ (৮৮ মিনিট)।
2 / 4
প্রথম লেগে বায়ার্নকে ১ গোলে হারিয়েছিল ভিলারিয়াল। সেই ফলই লেওয়ানডস্কিদের সেমিফাইনালে যাওয়া আটকে দিল।
3 / 4
দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নিল ভিলারিয়াল। এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল ভিলারিয়াল। এর আগে ২০০৬ সালে সেমিতে উঠেছিল ভিলারিয়াল।