Virat Kohli: রানের ফুলঝুরি, টেস্ট ক্যাপ্টেন্সিকে আলবিদা জানানোর বর্ষপূর্তিতে দুরন্ত কোহলি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 15, 2023 | 5:33 PM

বঞ্চিত রইলেন শুধু ইডেন গার্ডেন্সের দর্শকরা। গুয়াহাটির পর তিরুবনন্তপুরমেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে শতরান বিরাট কোহলির। শতরান বদলে গিয়েছে দেড়শো রানেও। নিয়মরক্ষার তৃতীয় ওডিআই ম্যাচে ফের জ্বলে উঠল বিরাট-ব্যাট।

1 / 9
গুয়াহাটিতে ১১৩ রানের ইনিংসের পর কলকাতায় দ্বিতীয় ম্যাচে মাত্র ৪ রান করেছিলেন বিরাট কোহলি। প্রচণ্ড হতাশ হন ইডেনের দর্শকরা। এক ম্যাচে নিস্প্রভ থাকার পর ফের স্বমহিমায় কোহলি। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে হাঁকালেন দুরন্ত শতরান। এরপর অর্ধশতরান। অপরাজিত ১৬৬ রান করে মাঠ ছাড়েন। (ছবি:টুইটার)

গুয়াহাটিতে ১১৩ রানের ইনিংসের পর কলকাতায় দ্বিতীয় ম্যাচে মাত্র ৪ রান করেছিলেন বিরাট কোহলি। প্রচণ্ড হতাশ হন ইডেনের দর্শকরা। এক ম্যাচে নিস্প্রভ থাকার পর ফের স্বমহিমায় কোহলি। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে হাঁকালেন দুরন্ত শতরান। এরপর অর্ধশতরান। অপরাজিত ১৬৬ রান করে মাঠ ছাড়েন। (ছবি:টুইটার)

2 / 9
রবিবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার তৃতীয় ওডিআই ম্যাচে (সিরিজ ২-০ জিতে নিয়েছে ভারত) ৮৫ বলে তৃতীয় অঙ্কের ঘরে পৌঁছে যান কোহলি। ম্যাচের শুরু থেকেই ব্যাট হাতে আক্রমণাত্মক ছিলেন তিনি। (ছবি:টুইটার)

রবিবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার তৃতীয় ওডিআই ম্যাচে (সিরিজ ২-০ জিতে নিয়েছে ভারত) ৮৫ বলে তৃতীয় অঙ্কের ঘরে পৌঁছে যান কোহলি। ম্যাচের শুরু থেকেই ব্যাট হাতে আক্রমণাত্মক ছিলেন তিনি। (ছবি:টুইটার)

3 / 9
এটি বিরাটের কেরিয়ারের ৪৬তম ওডিআই শতরান। সব মিলিয়ে আন্তর্জাতিক কেরিয়ারের ৭৪তম সেঞ্চুরি। (ছবি:টুইটার)

এটি বিরাটের কেরিয়ারের ৪৬তম ওডিআই শতরান। সব মিলিয়ে আন্তর্জাতিক কেরিয়ারের ৭৪তম সেঞ্চুরি। (ছবি:টুইটার)

4 / 9
তৃতীয় ওয়ান ডেতে ৬৩ রানের গন্ডি পেরোতেই ৫০ ওভারের ফরম্যাটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন বিরাট। ছাপিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনেকে।(ছবি:টুইটার)

তৃতীয় ওয়ান ডেতে ৬৩ রানের গন্ডি পেরোতেই ৫০ ওভারের ফরম্যাটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন বিরাট। ছাপিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনেকে।(ছবি:টুইটার)

5 / 9
আবার সেঞ্চুরির পর ছাপিয়ে যান মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকেও। ঘরের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় সচিনকে পিছনে ফেলেছেন বিরাট। সচিনের ঝুলিতে রয়েছে ২০টি সেঞ্চুরি। বিরাটের ২১টি। (ছবি:টুইটার)

আবার সেঞ্চুরির পর ছাপিয়ে যান মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকেও। ঘরের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় সচিনকে পিছনে ফেলেছেন বিরাট। সচিনের ঝুলিতে রয়েছে ২০টি সেঞ্চুরি। বিরাটের ২১টি। (ছবি:টুইটার)

6 / 9
সচিনের আরও একটি রেকর্ড ভেঙেছেন কোহলি। যে কোনও একটি দলের বিপক্ষে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি শতরান রয়েছে তাঁর। (ছবি:টুইটার)

সচিনের আরও একটি রেকর্ড ভেঙেছেন কোহলি। যে কোনও একটি দলের বিপক্ষে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি শতরান রয়েছে তাঁর। (ছবি:টুইটার)

7 / 9
সচিনের আরও একটি রেকর্ড ভেঙেছেন কোহলি। যে কোনও একটি দলের বিপক্ষে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি শতরান রয়েছে তাঁর। (ছবি:টুইটার)

সচিনের আরও একটি রেকর্ড ভেঙেছেন কোহলি। যে কোনও একটি দলের বিপক্ষে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি শতরান রয়েছে তাঁর। (ছবি:টুইটার)

8 / 9
কাকতালীয়ভাবে ২০২২ সালের আজকের দিনেই একরাশ অভিমান নিয়ে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন বিরাট। চূড়ান্ত ফর্মহীনতায় ভুগছেন। বছর গড়াতেই যেন ম্যাজিক। কোন জাদুবলে ব্যাটকে ছড়ি বানিয়ে ঘোরাচ্ছেন বিরাট, জানতে উৎসুক অনুরাগীরা। (ছবি:টুইটার)

কাকতালীয়ভাবে ২০২২ সালের আজকের দিনেই একরাশ অভিমান নিয়ে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন বিরাট। চূড়ান্ত ফর্মহীনতায় ভুগছেন। বছর গড়াতেই যেন ম্যাজিক। কোন জাদুবলে ব্যাটকে ছড়ি বানিয়ে ঘোরাচ্ছেন বিরাট, জানতে উৎসুক অনুরাগীরা। (ছবি:টুইটার)

9 / 9
শেষ চারটি ওডিআই ম্যাচে তিনটিতেই শতরান। ২০২৩ সাল দেখছে পুরনো কোহলিকে। যে অবতারের জন্য তাঁকে বলা হয় রানমেশিন।  (ছবি:টুইটার)

শেষ চারটি ওডিআই ম্যাচে তিনটিতেই শতরান। ২০২৩ সাল দেখছে পুরনো কোহলিকে। যে অবতারের জন্য তাঁকে বলা হয় রানমেশিন। (ছবি:টুইটার)

Next Photo Gallery