Bangla NewsPhoto gallery Virat Kohli led Test Squad lands in Johannesburg for three match test series against South Africa
India Tour of South Africa: ম্যান্ডেলার দেশে পৌঁছে গেল কোহলির ভারত, দেখুন ছবি
প্রোটিয়াদের বিরুদ্ধে এ বার বিরাট কোহলিদের (Virat Kohli) টেস্ট ও একদিনের সিরিজ শুধু সময়ের অপেক্ষা। নেলসন ম্যান্ডেলার দেশে ৩ ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজই বিমানে করে রওনা দিয়েছিল কোহলির ভারত (India)। বিসিসিআইয়ের (BCCI) টুইটারে এ বার কোহলি-পন্থদের দক্ষিণ আফ্রিকায় (South Africa) পৌঁছনোর ছবি পোস্ট করা হল। দেশের মাঠে দ্রাবিড়-কোহলি জুটির রেকর্ড জয়ের পরে, বিদেশের মাটিতে এই জুটির প্রথম সফর। এই সিরিজ জিতে দেশে ফিরতে চান কোহলি।