Malaika Arora Fashion: মালাইকার এই স্পোর্টস ব্রা আর শর্টসের লুকে শোরগোল নেটপাড়ায়…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Nov 20, 2021 | 10:58 AM

বলিউডে বর্তমানে অন্যতম বোল্ড এবং সুন্দরী অভিনেত্রী হিসেবে পরিচিত মালাইকা আরোরা। সদ্য India's Best Dancer 2-তে বিচারকের আসনে দেখা মিলেছে তাঁর। রিয়েলিটি শোয়ের দ্বিতীয় সিজনের বিচারের আসনে মালাইকা ছাড়াও রয়েছেন নৃত্যশিল্পী গীতা কাপুর এবং টেরেন্স লুইস।

1 / 6
মুম্বইয়ে জিমে প্রবেশের আগে পাপারাৎজিদের লেন্সবন্দি হন মালাইকা আরোরা। ফিটনেস উৎসাহী হিসেবে পরিচিত তিনি। বরাবরের মতো এদিনও গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

মুম্বইয়ে জিমে প্রবেশের আগে পাপারাৎজিদের লেন্সবন্দি হন মালাইকা আরোরা। ফিটনেস উৎসাহী হিসেবে পরিচিত তিনি। বরাবরের মতো এদিনও গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

2 / 6
এদিন জিমের বাইরে সেক্সি আউফিটে ধরা দিয়েছেন অভিনেত্রী। সাদা স্পোর্টস ব্রা-এর সঙ্গে শর্টস পরে দেখা মিলেছে তাঁর।

এদিন জিমের বাইরে সেক্সি আউফিটে ধরা দিয়েছেন অভিনেত্রী। সাদা স্পোর্টস ব্রা-এর সঙ্গে শর্টস পরে দেখা মিলেছে তাঁর।

3 / 6
বছর ৪৬-এর অভিনেত্রী তাঁর টোনড ফিগার শো-অফ করছিলেন।

বছর ৪৬-এর অভিনেত্রী তাঁর টোনড ফিগার শো-অফ করছিলেন।

4 / 6
খোলা চুলে, নো মেকআপ লুকে ফুরফুরে মেজাজে দেখা গেল নায়িকাকে।

খোলা চুলে, নো মেকআপ লুকে ফুরফুরে মেজাজে দেখা গেল নায়িকাকে।

5 / 6
জিম অভিনেত্রী নিত্যনতুন পোশাকে ধরা দেন। তাঁর জিম লুক থাকে চর্চায় নেটদুনিয়ায়।

জিম অভিনেত্রী নিত্যনতুন পোশাকে ধরা দেন। তাঁর জিম লুক থাকে চর্চায় নেটদুনিয়ায়।

6 / 6
নেটপাড়ায় রীতিমতো আলোচনার টপিক হয়ে উঠেছেন মালাইকা তাঁর এই নতুন চেহারায়।

নেটপাড়ায় রীতিমতো আলোচনার টপিক হয়ে উঠেছেন মালাইকা তাঁর এই নতুন চেহারায়।

Next Photo Gallery