TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার
Jan 10, 2023 | 1:11 PM
মঙ্গলবার সকাল থেকেই কনকনে ঠান্ডার আবেশ উধাও। রোদের তাপও বেশ কড়া। আগামী কয়েক দিন পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালে হালকা ধোঁয়াশা বা কুয়াশা থাকলেও পরে মেঘমুক্ত থাকবে পরিষ্কার আকাশ।
মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫০ থেকে ৮৭ শতাংশ।
চড়ছে তাপমাত্রার পারদ, বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই।
সাগরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে শীতের আমেজ থাকবে রাজ্যে। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে শীতের আমেজ একটু বেশি থাকবে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রতীকি ছবি
তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঠান্ডা ভালই মালুম হবে। এই তিন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে থাকবে। দিনভর ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে এই তিন জেলা।
কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ঘন কুয়াশার সতর্কতা।