আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। রাজ্যে নতুন করে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। রাজ্যের স্বাস্থ্য দফতরে শুরু হয়েছে কর্মী নিয়োগ।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য় নিয়োগ বোর্ডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য় দফতরে শিশু ও পরিবার কল্যাণ দফতরের অধীনে ফুড সেফটি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ২২টি শূন্যপদ রয়েছে। সবকটিতেই ফুড সেফটি অফিসার হিসাবে নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ- গত ১৬ ডিসেম্বর থেকে এই শূন্য়পদে কর্মী নিয়োগের আবেদন গ্রহণ শুরু করা হয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৩০ ডিসেম্বর, ২০২২। দুপুর ২টোর মধ্যে আবেদন পাঠাতে হবে।
জানা গিয়েছে, অনলাইনেই এই শূন্যপদে আবেদন করা যাবে। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট www.wbhrb.in -এ গিয়ে আবেদন পাঠাতে হবে।
আবেদনকারীকে অবশ্যই ফুড টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি বা বায়োটেকনোলজি কিংবা ওয়েল টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে বাংলা ও নেপালি ভাষা বলতে ও লিখতে জানতে হবে।
বয়সসীমা- আবেদনকারীর সর্বনিম্ন বয়স ২১ বছর হতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৬ বছর হতে হবে।
বেতন- এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ৩৫ হাজার ৮০০ টাকা থেকে ৯২ হাজার ১০০ টাকা হবে।