Shantipur Kali Puja: সাবেকিয়ানা আর পরম্পরায় পূজিত হয় ৫০০ বছরের প্রাচীন প্রতিমা ঘর চাঁদনি, বাহির চাঁদনি… রইল ছবির ঝলক

Nadia News: এবার বেলা ১টার মধ্যে প্রতিমা পাটে তোলা হয়। বহু মানুষের ভিড় ছিল সে সময়।

| Edited By: | Updated on: Oct 24, 2022 | 8:57 PM
নদিয়ার শান্তিপুরের ৫০০ বছরের পুরনো দুই কালী প্রতিমা। নাম ঘর চাঁদনি ও বাহির চাঁদনি। প্রতি বছর এই দুই পুজো ঘিরে মানুষের উচ্ছ্বাস নজরে পড়ার মতো থাকে।

নদিয়ার শান্তিপুরের ৫০০ বছরের পুরনো দুই কালী প্রতিমা। নাম ঘর চাঁদনি ও বাহির চাঁদনি। প্রতি বছর এই দুই পুজো ঘিরে মানুষের উচ্ছ্বাস নজরে পড়ার মতো থাকে।

1 / 6
। দুই প্রতিমা যখন পাটে তোলা হয়, হাজার হাজার মানুষ উপস্থিত থাকেন সেখানে। ঐতিহ্য আর সাবেকিয়ানায় ভর করে এই পুজো হয়।

। দুই প্রতিমা যখন পাটে তোলা হয়, হাজার হাজার মানুষ উপস্থিত থাকেন সেখানে। ঐতিহ্য আর সাবেকিয়ানায় ভর করে এই পুজো হয়।

2 / 6
চিরাচরিত রীতি মেনে চলে পুজোর আয়োজন। টগর বাদ্যযন্ত্র বাজিয়ে পাটে তোলা হয় দুই কালী প্রতিমাকে।

চিরাচরিত রীতি মেনে চলে পুজোর আয়োজন। টগর বাদ্যযন্ত্র বাজিয়ে পাটে তোলা হয় দুই কালী প্রতিমাকে।

3 / 6
বংশধরেরা জানিয়েছেন, প্রায় ৫০০ বছরের প্রাচীন এই দুই কালী প্রতিমা এখনও চিরাচরিত নিয়ম মেনেই পূজিত হন।

বংশধরেরা জানিয়েছেন, প্রায় ৫০০ বছরের প্রাচীন এই দুই কালী প্রতিমা এখনও চিরাচরিত নিয়ম মেনেই পূজিত হন।

4 / 6
প্রত্যেক বছরই দুপুরবেলা দুই প্রতিমাকে পাটে তোলার প্রস্তুতি শুরু হয়। অসংখ্য মানুষের ভিড় হয় সে সময়।

প্রত্যেক বছরই দুপুরবেলা দুই প্রতিমাকে পাটে তোলার প্রস্তুতি শুরু হয়। অসংখ্য মানুষের ভিড় হয় সে সময়।

5 / 6
শান্তিপুরের প্রতিমা।

শান্তিপুরের প্রতিমা।

6 / 6
Follow Us: