Hilsa in Digha: ছবিতে দেখুন রূপালি শস্যের বাজার, বসন্তেও উপচে পড়ছে ইলিশের ঝাঁকা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 22, 2022 | 2:40 PM

Digha: দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বলছেন, গত কয়েকদিনে ভাল পরিমাণে ইলিশ আমদানি হয়েছে। দাম কম, স্বাদও দারুণ।

1 / 5
বর্ষাতে ইলিশের রমরমা তো থাকেই। তবে এবার বসন্তেও দেখা মিলছে রূপালি শস্যের। দামও একেবারে সাধ্যের মধ্যে। খাদ্যরসিক বাঙালির খুশি যেন আর ধরে না।

বর্ষাতে ইলিশের রমরমা তো থাকেই। তবে এবার বসন্তেও দেখা মিলছে রূপালি শস্যের। দামও একেবারে সাধ্যের মধ্যে। খাদ্যরসিক বাঙালির খুশি যেন আর ধরে না।

2 / 5
দিঘা মোহানার বিভিন্ন আড়তে চকচক করছে ইলিশ। বাজারগুলিতেও দারুণ বিক্রি। মার্চ মাসেও বাজারে ইলিশ পেয়ে তা লুটে নিচ্ছেন আমজনতা।

দিঘা মোহানার বিভিন্ন আড়তে চকচক করছে ইলিশ। বাজারগুলিতেও দারুণ বিক্রি। মার্চ মাসেও বাজারে ইলিশ পেয়ে তা লুটে নিচ্ছেন আমজনতা।

3 / 5
বাজারে বসেছে ইলিশ

(নিজস্ব ছবি)

বাজারে বসেছে ইলিশ (নিজস্ব ছবি)

4 / 5
৫০০-৭০০ গ্রামের ইলিশও পাওয়া যাচ্ছে। দাম পড়ছে ৫০০ টাকায়। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। দেড় কেজি থেকে ২ কেজি ইলিশের দাম ১০০০-১৫০০ টাকা।

৫০০-৭০০ গ্রামের ইলিশও পাওয়া যাচ্ছে। দাম পড়ছে ৫০০ টাকায়। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। দেড় কেজি থেকে ২ কেজি ইলিশের দাম ১০০০-১৫০০ টাকা।

5 / 5
মানুষও উপচে পড়ে ইলিশ কিনছেন। এলাকার লোকজনও মনে করতে পারছেন না বসন্তকালে এমন ইলিশের সমারোহ। সস্তায় ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন দিঘায় বেড়াতে আসা পর্যটকরাও।

মানুষও উপচে পড়ে ইলিশ কিনছেন। এলাকার লোকজনও মনে করতে পারছেন না বসন্তকালে এমন ইলিশের সমারোহ। সস্তায় ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন দিঘায় বেড়াতে আসা পর্যটকরাও।

Next Photo Gallery