গলার সামনে দিকে মাঝখানে যেখানে থাইরয়েড গ্রন্থি থাকে, যে কোনও ধরনের ফোলাভাব বুঝতে পারলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।
মানসিক স্বাস্থ্যকে কখনওই এড়িয়ে যাওয়া উচিত নয়। অ্যানজাইটি, অস্থিরতা এই ধরনের সমস্যা থাইরয়েডের কারণেও দেখা দিতে পারে।
অল্পদিনের মধ্যে শরীরে হঠাৎ ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া থাইরয়েডের লক্ষণ। এরকম হলে সঙ্গে সঙ্গেই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
অনিয়মিত ঋতুস্রাব হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে তাহলেও দেখা দিতে পারে পিরিয়ডের সমস্যা। তাই এই বিষয়টি এড়িয়ে যাবেন না।
ক্লান্তি এবং দুর্বলতা থাইরয়েডের আরেকটি প্রাথমিক উপসর্গ। থাইরয়েড গ্রন্থি মূলত মেটাবলিক ফাংশানে প্রভাব ফেলে। তাই থাইরয়েড গ্রন্থির ক্রিয়া ব্যাহত হলে, বিপাকীয় কার্যকলাপও ধীর গতিতে হয়। যার ফলে অত্যধিক ক্লান্তিভাব এবং আলস্য অনুভব হতে পারে।
পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া কিংবা ঘুমোতে সমস্যা হওয়া থাইরয়েডের একটি প্রাথমিক লক্ষণ। থাইরয়েডের সমস্যার ফলে, ঘুম মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। থাইরয়েড হরমোনের অতিরিক্ত কার্যকারিতা মেজাজ, স্নায়ুতন্ত্র, ক্লান্তি এবং পেশীর দুর্বলতাকে প্রভাবিত করতে পারে।