TV9 Bangla Digital | Edited By: megha
Mar 04, 2022 | 11:00 AM
আর্দ্র আবহাওয়ায় ত্বকের পরিচর্চার জন্য অরগান তেলের ভূমিকা বেশ কার্যকরী। অরগান তেল অরগান গাছে জন্মানো কার্নেল থেকে তৈরি করা হয়। এই উপকারী তেলটি খাওয়ার চেয়ে ত্বকের জন্য ব্যবহার করা অনেক ভাল। শ্যাম্পু, সাবান, কন্ডিশনার, সিরাম হিসেবে বিভিন্ন পন্যে ব্যবহার করা হয় এই অরগান তেল।
ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য ও বসন্তে সঠিক পরিচর্চার জন্য অরগান তেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই তেল অত্যন্ত হালকা। ব্রণর প্রবণতা কমাতে, স্ক্যাল্পে খুশকি নির্মূল করতে এই তেল ব্যবহার করা হয়। এই তেলের কিছু ,সুবিধা রয়েছে, যেগুলি অনেকেরই অজানা…
বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে অরগান তেল ত্বক ও চুলকে গভীরভাবে ময়েশ্চারাইজ করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। হালকা ওজনের এই তেলের মধ্যে রয়েছে হাজারো পুষ্টিগুণ। ত্বকের গভীরে গিয়ে এই তেল ময়েশ্চারাইজ করে। ময়েশ্চারাইজিংয়ের প্রভাব বাড়নোর জন্য এই তেলের ক্যাপসুলও অনেকে গ্রহণ করেন।
ত্বকের সমস্যা দূর করার ক্ষেত্রে অরগান তেল একটি ঘরোয়া প্রতিকার হিসাবে ব্যবহার করা হয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে প্রদাহ-বিরোধী যৌগ রয়েছে যা সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে। ত্বকের ব্যাকটেরিয়ার বাসা বাঁধতে বাধা সৃষ্টি করে এই উপকারী তেল। ত্বকের জ্বালাধরা, র্যাসেসকে দ্রুত হ্রাস করতে এই তেল বেশ কার্যকরী।
অরগান তেলের মধ্যে ভিটামিন ই, অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের উজ্জ্বলতা ও আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। অরগান তেল ত্বকের সিবামের অতিরিক্ত ক্ষরণকে দমন করতে সাহায্য করে। ব্রণ তৈরির পরিমাণ কমিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে সাহায্য করে।
অসংখ্য পুষ্টিগুণের মধ্যে অরগান তেল ত্বকের বার্ধক্য বিরোধী প্রভাব তৈরি করে। এটি ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে ও সামগ্রিক লুকের উন্নতি ঘটাতে সাহায্য করে। অরগান তেল প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করে।