Bollywood Dark Truth: জয়ার অপছন্দ রানি! সম্পর্কে শেষ পেরেক কীভাবে পোঁতেন ‘বাধ্য’ সন্তান অভিষেক?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 27, 2022 | 1:31 PM

Bollywood: বলিউডে রানি-অভিষেকের সম্পর্ক নিয়ে আজও নানা গুঞ্জন জারি। ঠিক কী হয়েছিল তাঁদের মধ্যে? অভিষেক বচ্চনের মা জয়ার ভূমিকাও বা ঠিক কী ছিল এখানে?

1 / 6
একসময় সকলে ধরেই নিয়েছিলেন বিয়ে করবেন অভিষেক বচ্চন ও বাঙালি কন্যে রানি মুখোপাধ্যায়। পরপর ছবিতে তাঁদের হিট কেমিস্ট্রি দেখে ভক্তমনও কল্পনা শুরু করে দিয়েছিল দুজনকে সারাজীবন একসঙ্গে দেখার। কিন্তু নিয়তি তখন লিখেছিল অন্য গল্প। বলিউডে রানি-অভিষেকের সম্পর্ক নিয়ে আজও নানা গুঞ্জন জারি। ঠিক কী হয়েছিল তাঁদের মধ্যে? অভিষেক বচ্চনের মা জয়ার ভূমিকাও বা ঠিক কী ছিল এখানে?

একসময় সকলে ধরেই নিয়েছিলেন বিয়ে করবেন অভিষেক বচ্চন ও বাঙালি কন্যে রানি মুখোপাধ্যায়। পরপর ছবিতে তাঁদের হিট কেমিস্ট্রি দেখে ভক্তমনও কল্পনা শুরু করে দিয়েছিল দুজনকে সারাজীবন একসঙ্গে দেখার। কিন্তু নিয়তি তখন লিখেছিল অন্য গল্প। বলিউডে রানি-অভিষেকের সম্পর্ক নিয়ে আজও নানা গুঞ্জন জারি। ঠিক কী হয়েছিল তাঁদের মধ্যে? অভিষেক বচ্চনের মা জয়ার ভূমিকাও বা ঠিক কী ছিল এখানে?

2 / 6
বলিউডের সূত্র বলে রানিকে নাকি প্রথম থেকেই পছন্দ ছিল না জয়ার। অনেকেই ভেবেছিল বচ্চন বাড়িতে হয়তো আবার ইতিহাস পুনর্নির্মিত হতে চলেছে। আরও এক বাঙালি বিয়ে হয়ে আসতে চলেছেন সেখানে। নিন্দুকেরা বলে, এই ব্যাপারেই নাকি ঘোরতর আপত্তি ছিল জয়ার। রানিকে বাড়ির বউ করে আনতে নাকি কিছুতেই চাননি তাঁরা।

বলিউডের সূত্র বলে রানিকে নাকি প্রথম থেকেই পছন্দ ছিল না জয়ার। অনেকেই ভেবেছিল বচ্চন বাড়িতে হয়তো আবার ইতিহাস পুনর্নির্মিত হতে চলেছে। আরও এক বাঙালি বিয়ে হয়ে আসতে চলেছেন সেখানে। নিন্দুকেরা বলে, এই ব্যাপারেই নাকি ঘোরতর আপত্তি ছিল জয়ার। রানিকে বাড়ির বউ করে আনতে নাকি কিছুতেই চাননি তাঁরা।

3 / 6
রানি-অভিষেক যে প্রেমের সম্পর্কে ছিলেন, এ কথা তাঁরা নিজ মুখে কোনওদিন স্বীকার না করলেও ইন্ডাস্ট্রিতে কারও অজানা নয়। তবে নিজেদের বন্ধুত্ব নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি তাঁরা। অথচ ঐশ্বর্যাকে বিয়ের আগে সেই রানিকেই নাকি জীবন থেকে এভাবে ছেঁটে ফেলেন অভিষেক! যা নিয়ে পরবর্তীতে মুখও খুলেছিলে বাঙালি মেয়েটি।

রানি-অভিষেক যে প্রেমের সম্পর্কে ছিলেন, এ কথা তাঁরা নিজ মুখে কোনওদিন স্বীকার না করলেও ইন্ডাস্ট্রিতে কারও অজানা নয়। তবে নিজেদের বন্ধুত্ব নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি তাঁরা। অথচ ঐশ্বর্যাকে বিয়ের আগে সেই রানিকেই নাকি জীবন থেকে এভাবে ছেঁটে ফেলেন অভিষেক! যা নিয়ে পরবর্তীতে মুখও খুলেছিলে বাঙালি মেয়েটি।

4 / 6
রানি জানিয়েছিলেন, নিজের বিয়েতে রানিকে ডাকেনওনি অভিষেক। কষ্ট পেয়েছিলেন রানি। প্রকাশ্যেই বলেছিলেন, "অভিষেকই জানে ও এমনটা কেন করেছিল। কেউ যদি নিজের বিয়েতে না ডেকে তবে ভেবেই নেওয়া উচিত সেই মানুষটার জীবনে তোমার গুরুত্ব ঠিক কতখানি। যেটাকে বন্ধু ভেবেছিলাম সেই বন্ধুত্ব হয়তো সিনেমার সেটের সহ অভিনেতার মধ্যেই সীমাবদ্ধ ছিল"।

রানি জানিয়েছিলেন, নিজের বিয়েতে রানিকে ডাকেনওনি অভিষেক। কষ্ট পেয়েছিলেন রানি। প্রকাশ্যেই বলেছিলেন, "অভিষেকই জানে ও এমনটা কেন করেছিল। কেউ যদি নিজের বিয়েতে না ডেকে তবে ভেবেই নেওয়া উচিত সেই মানুষটার জীবনে তোমার গুরুত্ব ঠিক কতখানি। যেটাকে বন্ধু ভেবেছিলাম সেই বন্ধুত্ব হয়তো সিনেমার সেটের সহ অভিনেতার মধ্যেই সীমাবদ্ধ ছিল"।

5 / 6
এরপর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি রানি ও অভিষেককে। এমনকি 'বান্টি অউর বাবলি'র যখন সিক্যুয়েল বের হয় তখনও রানির বিপরীতে অভিষেক নন, ছিলেন সইফ আলি খান। তবে রানি জানিয়েছিলেন ঐশ্বর্যর সঙ্গে তাঁর সম্পর্ক মন্দ নয়। এমনকি নিজেদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবও বেছে নিয়েছিলেন অ্যাশেরই নাম।

এরপর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি রানি ও অভিষেককে। এমনকি 'বান্টি অউর বাবলি'র যখন সিক্যুয়েল বের হয় তখনও রানির বিপরীতে অভিষেক নন, ছিলেন সইফ আলি খান। তবে রানি জানিয়েছিলেন ঐশ্বর্যর সঙ্গে তাঁর সম্পর্ক মন্দ নয়। এমনকি নিজেদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবও বেছে নিয়েছিলেন অ্যাশেরই নাম।

6 / 6
তবু এক মিষ্টি বন্ধুত্বকে এভাবে নষ্ট হতে দেখে ভেঙে পড়েছিলেন তাঁদের ভক্তরা। ইন্ডাস্ট্রি আজও বলে, 'লাগা চুনরি মে দাগ' ছবিতে অভিনয় করার সময়েই নাকি বন্ধুত্ব বা প্রেমের সমীকরণে শেষ পেরেকটিও পুঁতে দেন অভিষেক। মায়ের বাধ্য? নাকি নিজেই সরে আসতে চেয়েছিলেন? এ প্রশ্ন হয়তো ভবিষ্যতে তাঁদের আত্মজীবনীতেই পাওয়া যাবে।

তবু এক মিষ্টি বন্ধুত্বকে এভাবে নষ্ট হতে দেখে ভেঙে পড়েছিলেন তাঁদের ভক্তরা। ইন্ডাস্ট্রি আজও বলে, 'লাগা চুনরি মে দাগ' ছবিতে অভিনয় করার সময়েই নাকি বন্ধুত্ব বা প্রেমের সমীকরণে শেষ পেরেকটিও পুঁতে দেন অভিষেক। মায়ের বাধ্য? নাকি নিজেই সরে আসতে চেয়েছিলেন? এ প্রশ্ন হয়তো ভবিষ্যতে তাঁদের আত্মজীবনীতেই পাওয়া যাবে।

Next Photo Gallery