২০২৪-এ Google-এ সবথেকে বেশি কী সার্চ করেছে ভারতীয়রা? উত্তরটা জানলে হাঁ হয়ে যাবেন

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 29, 2024 | 2:35 PM

Google Search: যে ব্যক্তিকে নিয়ে এ বছর ভারতীয়রা সবথেকে বেশি সার্চ করেছেন, তিনি হলেন রতন টাটা। চলতি বছরেই প্রয়াত হন টাটা গ্রুপের কর্ণধার তথা শিল্পপতি রতন টাটা। তাঁকে নিয়েই ভারতবাসী সবথেকে বেশি সার্চ করেছেন।

1 / 11
বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা। আর ক'দিন বাদেই নতুন বছরে পা রাখব আমরা। বছরভর নানা ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের মনেও নানা প্রশ্ন জেগেছে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে সার্চ করা হয়েছে গুগলে।

বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা। আর ক'দিন বাদেই নতুন বছরে পা রাখব আমরা। বছরভর নানা ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের মনেও নানা প্রশ্ন জেগেছে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে সার্চ করা হয়েছে গুগলে।

2 / 11
প্রতি বছরের মতো এ বছরও গুগল একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে দেশের মানুষ কী কী বিষয়ে সবথেকে বেশি সার্চ করেছে, তা তুলে ধরা হয়েছে।

প্রতি বছরের মতো এ বছরও গুগল একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে দেশের মানুষ কী কী বিষয়ে সবথেকে বেশি সার্চ করেছে, তা তুলে ধরা হয়েছে।

3 / 11
২০২৪ সালে টপ সার্চে রাজনীতি নয়, জায়গা পেয়েছে খেলাধুলো। এ বছর সবথেকে বেশি সার্চ হয়েছে আইপিএল নিয়ে। ক্রিকেটারদের পারফরম্যান্স থেকে ম্যাচ রিপোর্ট- সবথেকে বেশি আইপিএল নিয়েই আগ্রহ ছিল দেশবাসীর।

২০২৪ সালে টপ সার্চে রাজনীতি নয়, জায়গা পেয়েছে খেলাধুলো। এ বছর সবথেকে বেশি সার্চ হয়েছে আইপিএল নিয়ে। ক্রিকেটারদের পারফরম্যান্স থেকে ম্যাচ রিপোর্ট- সবথেকে বেশি আইপিএল নিয়েই আগ্রহ ছিল দেশবাসীর।

4 / 11
গুগল সার্চে দ্বিতীয় স্থানেই রয়েছে টি২০ ওয়ার্ল্ড কাপ। ২০০৭ সালের পর এই প্রথম টি২০ ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারত। জয়ের পরই আবার বিরাট কোহলি ও রোহিত শর্মা নিজেদের অবসর ঘোষণা করে দেশবাসীর মন ভেঙেছেন।

গুগল সার্চে দ্বিতীয় স্থানেই রয়েছে টি২০ ওয়ার্ল্ড কাপ। ২০০৭ সালের পর এই প্রথম টি২০ ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারত। জয়ের পরই আবার বিরাট কোহলি ও রোহিত শর্মা নিজেদের অবসর ঘোষণা করে দেশবাসীর মন ভেঙেছেন।

5 / 11
গুগল সার্চে তৃতীয় স্থান পেয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। চলতি বছরেই লোকসভা নির্বাচন ছিল। এবারও বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার পুনরায় ক্ষমতায় এসেছে। কোন রাজ্যে বিজেপির কেমন ফল, তা নিয়ে ঘনঘন সার্চ হয়েছে গুগলে।

গুগল সার্চে তৃতীয় স্থান পেয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। চলতি বছরেই লোকসভা নির্বাচন ছিল। এবারও বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার পুনরায় ক্ষমতায় এসেছে। কোন রাজ্যে বিজেপির কেমন ফল, তা নিয়ে ঘনঘন সার্চ হয়েছে গুগলে।

6 / 11
চতুর্থ স্থানেই রয়েছে লোকসভা নির্বাচনের ফল। সার্বিক ফলাফল ও দল ভিত্তিক লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বহু মানুষ সার্চ করেছেন।

চতুর্থ স্থানেই রয়েছে লোকসভা নির্বাচনের ফল। সার্বিক ফলাফল ও দল ভিত্তিক লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বহু মানুষ সার্চ করেছেন।

7 / 11
গুগলে প্যারিস অলিম্পিক নিয়েও প্রচুর সার্চ হয়েছে। জ্যাভেলিনে নীরজ চোপড়া রুপো জিতে, মনু ভাকের শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ এনে ভারতের নাম উজ্জ্বল করেছেন। ভারতীয় হকি টিমও রুপো এনেছে।

গুগলে প্যারিস অলিম্পিক নিয়েও প্রচুর সার্চ হয়েছে। জ্যাভেলিনে নীরজ চোপড়া রুপো জিতে, মনু ভাকের শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ এনে ভারতের নাম উজ্জ্বল করেছেন। ভারতীয় হকি টিমও রুপো এনেছে।

8 / 11
গুগলে এবার লক্ষ লক্ষ ভারতীয় অত্যাধিক গরমের কারণ জানতে চেয়েছেন। বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে কেন এত গরম পড়ছে, কবে গরম কমবে-এমন নানা প্রশ্নের উত্তর খুঁজেছে দেশবাসী।

গুগলে এবার লক্ষ লক্ষ ভারতীয় অত্যাধিক গরমের কারণ জানতে চেয়েছেন। বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে কেন এত গরম পড়ছে, কবে গরম কমবে-এমন নানা প্রশ্নের উত্তর খুঁজেছে দেশবাসী।

9 / 11
যে ব্যক্তিকে নিয়ে এ বছর ভারতীয়রা সবথেকে বেশি সার্চ করেছেন, তিনি হলেন রতন টাটা। চলতি বছরেই প্রয়াত হন টাটা গ্রুপের কর্ণধার তথা শিল্পপতি রতন টাটা। তাঁকে নিয়েই ভারতবাসী সবথেকে বেশি সার্চ করেছেন।

যে ব্যক্তিকে নিয়ে এ বছর ভারতীয়রা সবথেকে বেশি সার্চ করেছেন, তিনি হলেন রতন টাটা। চলতি বছরেই প্রয়াত হন টাটা গ্রুপের কর্ণধার তথা শিল্পপতি রতন টাটা। তাঁকে নিয়েই ভারতবাসী সবথেকে বেশি সার্চ করেছেন।

10 / 11
রতন টাটার পর ভারতবাসী কংগ্রেস নিয়ে সবথেকে বেশি সার্চ করেছেন।  এ বছর লোকসভা নির্বাচনে ভাল ফল করেছে কংগ্রেস। একাই ৯৯টি আসনে জয়ী হয়েছে।

রতন টাটার পর ভারতবাসী কংগ্রেস নিয়ে সবথেকে বেশি সার্চ করেছেন। এ বছর লোকসভা নির্বাচনে ভাল ফল করেছে কংগ্রেস। একাই ৯৯টি আসনে জয়ী হয়েছে।

11 / 11
এছাড়াও দেশবাসী প্রো কবাডি লিগ ও ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সার্চ করেছেন।

এছাড়াও দেশবাসী প্রো কবাডি লিগ ও ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সার্চ করেছেন।

Next Photo Gallery