TV9 Bangla Digital | Edited By: megha
Oct 19, 2022 | 8:30 AM
আতরের জায়গা দখল করেছে ‘পারফিউম’, ‘বডি স্প্রে’। কিন্তু সমস্যা হল পারফিউমের সুগন্ধ দীর্ঘক্ষণ পর্যন্ত স্থায়ী হয় না। আসলে সুগন্ধি ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে। এতে টেকসই হয় পারফিউমের সুগন্ধ।
জামা-কাপড়ের উপর পারফিউম স্প্রে করেন। এতে কোনওদিন সুগন্ধ স্থায়ী হবে না। পাশাপাশি জামায় পারফিউম বা বডি স্প্রে-এর দাগ পড়ে যায়। পারফিউমের সুগন্ধকে দীর্ঘক্ষণ ধরে রাখার জন্য মেনে চলুন সহজ কিছু টিপস।
কব্জিতে সুগন্ধি মেখে নিয়ে দু হাত দিয়ে ঘষে নেওয়ার অভ্যাস রয়েছে? এতেও কিন্তু কোনও কাজ হয় না। জামা-কাপড়ের বদলে ত্বকের উপর সুগন্ধি স্প্রে করা উচিত। কিন্তু বিশেষ উপায়ে সুগন্ধি ব্যবহার না করলে কোনও লাভই হবে না।
দেহের ‘পালস পয়েন্ট’-এ অর্থাৎ যেখানে হৃদ্স্পন্দন অনুভূত হয় সেখানে সুগন্ধি স্প্রে করুন। কব্জি, গলার তলা, কানের পিছন, হাতে ভাঁজে সুগন্ধি স্প্রে করুন। এতে সহজে পারফিউমের গন্ধ উধাও হবে না।
পারফিউম স্প্রে করার পর ঘষে নেওয়ার অভ্যাস কিন্তু মোটেই ভাল নয়। এতে গন্ধ স্থায়ী হয় না। পারফিউব ঘষলে এর মধ্যে থাকা মলিকিউলগুলো ভেঙে যায়। এতে পারফিউমের সুবাস নষ্ট হয়ে যায়।
পারফিউমের গন্ধকে স্থায়ী করার জন্য সাত-আটবার স্প্রে করার প্রয়োজন নেই। এতে সুবাস উগ্র হয়ে যেতে পারে। তিন থেকে চারবার স্প্রে করলেই পারফিউমের সুগন্ধ বজায় থাকবে।