Jamai Sasthi 2022: শাশুড়িদের রিপোর্ট কার্ডে কোন জামাই সেরা? মিলিয়ে নিন রাশি দেখে
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 07, 2022 | 2:11 PM
Son-in-law: সব মা-বাবাই চান তাঁর মেয়ে যেন সুখে থাকে। মেয়ের উপর দিয়ে কোনও ঝামেলা-অশান্তি যাক তা তাঁরা চান না। তাই জামাই নির্বাচনের সময় সব মা-বাবাই সতর্ক থাকেন
1 / 6
দেখে আর বেছে মেয়ের জন্য সেরা পাত্র নির্বাচনের চেষ্টা করেন সব বাবা-মা। উদ্দেশ্য একটাই, মেয়ে যেন সুখে থাকে। মেয়েকে যেন কোনও রকম ঝামেলার মধ্যে পড়তে না হয়। কিন্তু সব সময় যে পরিস্থিতি একরকম থাকে তা নয়। এছাড়াও প্রথমে হয়তো যাঁর সঙ্গে কথা বলে ভাল লাগল, মনে ধরল পরবর্তীতে তার সঙ্গে মনের মিল হল না। তাই মেয়ের জন্য জামাই খুঁজতে সাহায্য নিন জ্যোতিষের। দেখে নিন কোন রাশির ছেলেরা জামাই হিসেবে সেরা হন।
2 / 6
আগেকার দিনে মেয়ে জামাইয়ের মঙ্গল কামনাতেই এই ষষ্ঠী পালন করা হত। এছাড়াও মেয়েরা যাতে বাপের বাড়িতে আসার সুযোগ পান , একটা দিন মেয়েকে ভালমন্দ খাওয়ানোর সুযোগ ছাড়তে চান না কোনও মা-বাবাই। যদিও এখন উদ্দেশ্য বদলে গিয়েছে। আজ জামাইষষ্ঠী। মিলিয়ে নিন আপনার জামাইয়ের সঙ্গে।
3 / 6
সেরা জামাইয়ের প্রথম স্থান দখল করে রাশিচক্রের প্রথম রাশি হল মেষ। জ্যোতিষ মতে মেষ রাশির জাতকরা একবার কোনও সম্পর্ক গড়ে তুললে, তা পালন করতে নিজের জীবনপণ করে দিতে পারেন। যে মেয়েকে মেষ জাতকরা বিয়ে করেন, সবসময় তাঁদের পাশে থাকেন। শ্বশুরবাড়ির সদস্যদেরও স্পেস্যাল কেয়ার করেন তাঁরা। স্ত্রীকেও বিশেষ সুখে রাখেন।
4 / 6
কর্কটের জাতকরাও খুব নম্র ভদ্র স্বভাবের হয়। স্ত্রীকে যথাযোগ্য মর্যাদা দেন। এছাড়াও এঁদের ব্যবহার খুব ভাল। মেয়েকে এঁরা সারাজীবন সুখে রাখেন।
5 / 6
কন্যা জাতকদেরও নিজের জামাই হিসেবে বেছে নিতে পারেন। জ্যোতিষ জানাচ্ছে, এই রাশির জাতকরা অত্যন্ত মিশুকে স্বভাবের হয়ে থাকেন। শুধু নিজের আত্মীয়দের সঙ্গেই নয়, বরং কোনও অচেনা ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করে থাকেন কন্যা রাশির জাতকরা।
6 / 6
বৃশ্চিম রাশির জাতকরা কেরিয়ারে যেমন সফল হন তেমনই ব্যক্তিগত জীবনেও সুখে থাকতে জানেন। সময়ে নিজের কাজ গুছিয়ে করেন, কাজের দিকে যেমন কোনও ত্রুটি রাখেন না তেমনই কিন্তু স্ত্রীকে সম্মান করেন, স্ত্রীয়ের ভাল-মন্দের প্রতি নজর রাখেন। তাই মেয়ের মা-বাবারাও থাকেন নিশ্চিন্তে।