Makeup: কোন মেকআপ পণ্যের আয়ু কতদিন; দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 19, 2021 | 4:30 PM

বেশির ভাগ ক্ষেত্রেই আমরা মেকআপ পণ্য ফেলে দিতে চাই না; সেগুলি তাড়াতাড়ি শেষও হয় না যদিও। কিন্তু আপনি কি জানেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই পণ্য গুলি পরিবর্তন না করলে আপনি সমস্যা পড়তে পারেন। যেহেতু এগুলি ত্বক ও চোখের ওপর প্রয়োগ করা হয় তাই পণ্য এক্সপায়ার করার পরেও ব্যবহার করলে হতে পারে সংক্রমণ।

1 / 6
ফাউন্ডেশন এবং কনসিলার: যে কোনও ধরনের ফাউন্ডেশন এবং কনসিলার এক বছর পর্যন্ত ভাল থাকে। তৈলাক্ত ত্বকের জন্য তৈরি ফাউন্ডেশন এবং কনসিলার গুলি ১৮ মাস অবধি ভাল থাকতে পারে। তবে প্রোডাক্টের গায়ে এক্সপায়ারি ডেট দেখেই তা ব্যবহার করা উচিত।

ফাউন্ডেশন এবং কনসিলার: যে কোনও ধরনের ফাউন্ডেশন এবং কনসিলার এক বছর পর্যন্ত ভাল থাকে। তৈলাক্ত ত্বকের জন্য তৈরি ফাউন্ডেশন এবং কনসিলার গুলি ১৮ মাস অবধি ভাল থাকতে পারে। তবে প্রোডাক্টের গায়ে এক্সপায়ারি ডেট দেখেই তা ব্যবহার করা উচিত।

2 / 6
লিপ প্রোডাক্ট: লিপ গ্লস এবং লিপ ব্লাম এক বছর পর্যন্তই ভাল থাকে। অন্যদিকে লিপস্টিককে যদি ঠাণ্ডা ও শুষ্ক জায়গায় রাখেন তাহলে তা দু থেকে তিন বছর পর্যন্ত ভাল থাকতে পারে।

লিপ প্রোডাক্ট: লিপ গ্লস এবং লিপ ব্লাম এক বছর পর্যন্তই ভাল থাকে। অন্যদিকে লিপস্টিককে যদি ঠাণ্ডা ও শুষ্ক জায়গায় রাখেন তাহলে তা দু থেকে তিন বছর পর্যন্ত ভাল থাকতে পারে।

3 / 6
পাউডার: ফেস পাউডার, ব্লাশ, ব্রোঞ্জারের মত পাউডার প্রোডাক্ট গুলিতে জল থাকার কারণে সহজে ছত্রাক জন্মায় না এবং দু বছর পর্যন্ত তা ভাল থাকে।

পাউডার: ফেস পাউডার, ব্লাশ, ব্রোঞ্জারের মত পাউডার প্রোডাক্ট গুলিতে জল থাকার কারণে সহজে ছত্রাক জন্মায় না এবং দু বছর পর্যন্ত তা ভাল থাকে।

4 / 6
আইশ্যাডো: পাউডারের মত আইশ্যাডোও দু থেকে তিন বছর পর্যন্ত ভাল থাকতে পারে।

আইশ্যাডো: পাউডারের মত আইশ্যাডোও দু থেকে তিন বছর পর্যন্ত ভাল থাকতে পারে।

5 / 6
মাস্কারা: চোখে সংক্রমণ এড়াতে তিন মাস ছাড়াই মাস্কারা পরিবর্তন করা উচিত।

মাস্কারা: চোখে সংক্রমণ এড়াতে তিন মাস ছাড়াই মাস্কারা পরিবর্তন করা উচিত।

6 / 6
আইলাইনার: আইলাইনার তিন বছর পর্যন্ত ভাল থাকতে পারে।

আইলাইনার: আইলাইনার তিন বছর পর্যন্ত ভাল থাকতে পারে।

Next Photo Gallery