ঐশ্বর্যা রাই বচ্চন আর সলমন খানের প্রেমের কথা কে না জানে? জানে তাঁদের তিক্ত ব্রেকআপের ইতিহাসও। সলমনের বিরুদ্ধে বহুবার প্রেমিকাদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। ঐশ্বর্যাও তাঁর ব্যতিক্রম নন। ভাঙা হাত নিয়ে আর একবার পুরস্কার নিতে মঞ্চে উঠতে হয় ঐশ্বর্যাকে। তারপর কী ঘটে?
২০০২ সালে। সে সময় ঐশ্বর্যা ও সলমনের ঝামেলা তুঙ্গে। খবর রটে ব্রেকআপ হয়েছে তাঁদের।
এখানেই শেষ নয়, শোনা যায় ঐশ্বর্যাকে নাকি মারধর করেছেন বলিউডের ভাইজান। গায়ে হাত তুলেছেন। এর বেশ কিছু দিন পরেই জনসমক্ষে হাজির হল অভিনেত্রী। হাতে প্লাস্টার, হাত ভাঙা তাঁর। মঞ্চে পুরস্কার নিতে ওঠেন রাই সুন্দরী।
গুঞ্জন জোরাল হয়। সলমনের মারেই কি ভেঙে গেল হাত? যদিও অভিনেত্রী মানতে চাননি। জানিয়েছিলেন তিনি নাকি পড়ে গিয়ে হাত ভেঙেছেন।
বলেছিলেন, "আপনারাই বলে আমি সাহসী। কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তা আমি কেন সহ্য করব? আমি সত্যিই পড়ে গিয়েছি। " যদিও ঘনিষ্ঠ মহল বলেছিল অন্য কথা।
পরবর্তীতে আর একসঙ্গে দেখা যায়নি ওঁদের। এখন যদিও এ সব অতীত। অভিষেক বচ্চনের সঙ্গে সুখে সংসার করছেন ঐশ্বর্যা। অন্যদিকে ভাইজান যদিও আজও সিঙ্গল।