Bollywood Controversy: প্রথম ছবিতেই এমন কী ঘটে সলমনের সঙ্গে! বি-টাউনের দরজা রাতারাতি বন্ধ হয়ে যায়!

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 01, 2022 | 8:11 AM

Salman Khan: প্রথম ছবি ম্যানে পেয়ার কিয়া, সিনে দুনিয়ায় তা বিস্তর হিট হয়েছিল। সকলেই পছন্দের তালিকায় রেখেছিলেন সলমন খানকে। কিন্তু সেই স্টারকেই কেন বাদের খাতায় পড়তে হল!

1 / 6
প্রথম ছবি ম্যানে পেয়ার কিয়া, সিনে দুনিয়ায় তা বিস্তর হিট হয়েছিল। সকলেই পছন্দের তালিকায় রেখেছিলেন সলমন খানকে। কিন্তু সেই স্টারকেই কেন বাদের খাতায় পড়তে হল!

প্রথম ছবি ম্যানে পেয়ার কিয়া, সিনে দুনিয়ায় তা বিস্তর হিট হয়েছিল। সকলেই পছন্দের তালিকায় রেখেছিলেন সলমন খানকে। কিন্তু সেই স্টারকেই কেন বাদের খাতায় পড়তে হল!

2 / 6
অভিনয়গুনে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। কিন্তু কোথাও গিয়ে যেন ঘটে যায় ছন্দপতন। প্রথম ছবির অভিনেত্রীকে নিয়ে শুরু হয় জল্পনা। হিট জুটি, তবে সমস্যা কোথায়!

অভিনয়গুনে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। কিন্তু কোথাও গিয়ে যেন ঘটে যায় ছন্দপতন। প্রথম ছবির অভিনেত্রীকে নিয়ে শুরু হয় জল্পনা। হিট জুটি, তবে সমস্যা কোথায়!

3 / 6
সমস্যা সেখানেই, প্রথম ছবিতে সলমনের থেকে বেশি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন ভাগ্যশ্রী। সকলেই বলতে শুরু করে ভাগ্যশ্রীর জন্যই নাকি সলমন খানের নাম হয়।

সমস্যা সেখানেই, প্রথম ছবিতে সলমনের থেকে বেশি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন ভাগ্যশ্রী। সকলেই বলতে শুরু করে ভাগ্যশ্রীর জন্যই নাকি সলমন খানের নাম হয়।

4 / 6
ছবিতে ভাগ্যশ্রীর অভিনয় দাপটই ছিল বেশি। দিনের শেষে এই জুটিকে সকলে পছন্দ করতে শুরু করে, সেই বাজারে এই ছবি ৪০ কোটির ব্যবসাও এনে দেয়।

ছবিতে ভাগ্যশ্রীর অভিনয় দাপটই ছিল বেশি। দিনের শেষে এই জুটিকে সকলে পছন্দ করতে শুরু করে, সেই বাজারে এই ছবি ৪০ কোটির ব্যবসাও এনে দেয়।

5 / 6
তবে হঠাৎই ভাগ্যশ্রী স্থিকর করেন তিনি সরে দাঁড়াবেন অভিনয় জগত থেকে। আর সিনেমা করবেন না, তিনি বিয়ে করবেন। তাতেই বিপত্তি। ভেঙে যায় সলমন ভাগ্যশ্রী জুটি।

তবে হঠাৎই ভাগ্যশ্রী স্থিকর করেন তিনি সরে দাঁড়াবেন অভিনয় জগত থেকে। আর সিনেমা করবেন না, তিনি বিয়ে করবেন। তাতেই বিপত্তি। ভেঙে যায় সলমন ভাগ্যশ্রী জুটি।

6 / 6
তার পর এক বছরেরও বেশি সময় এক কঠিন অধ্যায়। কেউ সলমন খানকে ছবিতে নিতে চাইছিলেন না। ভাল ছবির প্রস্তাবও আসছে না, অবশেষে অবসাদ গ্রাস করতে থাকে ভাইজানকে।

তার পর এক বছরেরও বেশি সময় এক কঠিন অধ্যায়। কেউ সলমন খানকে ছবিতে নিতে চাইছিলেন না। ভাল ছবির প্রস্তাবও আসছে না, অবশেষে অবসাদ গ্রাস করতে থাকে ভাইজানকে।

Next Photo Gallery