Relationship Gossip: গৌরীকে ভালবেসে সুখে সংসার নয়, পরকীয়ায় জড়িয়ে ছিল খোদ কিং খানের নামও
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 01, 2022 | 10:22 AM
Shah Rukh Khan: বেড়ে গিয়েছিল রাতারাতি ঘনিষ্ঠতা। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সেই সম্পর্কের খবর। শাহরুখের জীবনে পরকীয়া। তখন সবটা কঠিন হাতে সামলেছিলেন গৌরী খান।
1 / 6
গৌরীকে দেওয়া কথা রাখতে পারেননি শাহরুখ খান, একটা সময় ভালবেসে যে মানুষটি সবকিছু করতে পারতেন, গৌরীর জন্য ছিলেন পাগল, সেই কি না সম্পর্কের মর্ম দিতে ব্যার্থ!
2 / 6
অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। শাহরুখ খান একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অনেক অভিনেত্রীর সঙ্গে তিনি অভিনয় করেন, কিন্তু কাউকে ভাললাগে না।
3 / 6
কারণ রূপ-গুন সবই আছে গৌরী খানের। কেন তিনি অন্য কোনও মেয়ের দিকে তাকাবে! ঠিক তেমনই এক সমীকরণ দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া তাঁর জীবনে আসা।
4 / 6
বেড়ে গিয়েছিল রাতারাতি ঘনিষ্ঠতা। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সেই সম্পর্কের খবর। শাহরুখের জীবনে পরকীয়া। তখন সবটা কঠিন হাতে সামলেছিলেন গৌরী খান।
5 / 6
বারে বারে উঠে এসেছিল বিচ্ছেদের গুঞ্জণ, কিন্তু ধৈর্য্য ধরে রেখেছিলেন গৌরী খান। চোখের জলে প্রতিটা পদে পদে তিনি যেভাবে নিজেকে সামলে ছিলেন, তা এক কথায় টিনসেল টাউনের অনেকেরই জানা।
6 / 6
যেদিন শাহরুখ খানের কিছু ছিল না, ভালবেসে শুটিং সেটেও ফুলশয্যার রাত কাটাতে দুবার ভাবেননি গৌরী খান, তাঁকে ঠকানো, রে রে করে উঠেছিল নিন্দুকেরা। যদিও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।