Kissing: ঠোঁটেই কেন চুম্বন হয়? বেস্ট কিসার হিসেবে পুরুষ না মহিলা, কাকে আগে রাখছেন বিজ্ঞানীরা

Best Kisser: বিশ্বের সমস্ত গোষ্ঠীর মানুষের মধ্যে অর্ধেকই ঠোঁটে চুমু খায়। লাস ভেগাসের নাভাডা বিশ্বাবিদ্যালয়ের উইলিয়াম জ্যানকোবিয়াক নামে এক অধ্যাপক পৃথিবীর ১৬৮টি ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখেছেন ৪৬ শতাংশ রোমান্টিক মুহূর্তে ঠোঁটে ঠোঁট রাখে।

| Edited By: | Updated on: Jun 10, 2022 | 7:13 AM
কেন মানুষ ঠোঁটে চুম্বন পছন্দ করে তার পিছনে দু’টি যুক্তি আছে। প্রথমত শৈশাবস্থা থেকেই আমাদের ঠোঁটে চুম্বন পছন্দ করি। স্তন্যপান করার সময় থেকেই সহজাত প্রবণতা তৈরি হয় ঠোঁট দিয়ে আনন্দ লাভ করার। দ্বিতীয় থিওরি বলছে, আদি সময়ে ‘প্রিম্যাস্টিকেশন ফুড ট্রান্সফার’-এর মাধ্যমেই মা ও সন্তানের মধ্যে আবেগগত সম্পর্ক তৈরি হতো। অর্থাৎ একবারে প্রাচীন যুগে মায়েরা প্রথমে খাবার চিবিয়ে নরম করে তারপর বাচ্চার মুখে মুখ দিয়ে সেই খাদ্য পুরে দিত। আমাদের পূর্বপুরুষ শিম্পাঞ্জি এবং বাঁদরদের মধ্যে এই ধরনের অভ্যেস দেখতে পাওয়া যায়।

কেন মানুষ ঠোঁটে চুম্বন পছন্দ করে তার পিছনে দু’টি যুক্তি আছে। প্রথমত শৈশাবস্থা থেকেই আমাদের ঠোঁটে চুম্বন পছন্দ করি। স্তন্যপান করার সময় থেকেই সহজাত প্রবণতা তৈরি হয় ঠোঁট দিয়ে আনন্দ লাভ করার। দ্বিতীয় থিওরি বলছে, আদি সময়ে ‘প্রিম্যাস্টিকেশন ফুড ট্রান্সফার’-এর মাধ্যমেই মা ও সন্তানের মধ্যে আবেগগত সম্পর্ক তৈরি হতো। অর্থাৎ একবারে প্রাচীন যুগে মায়েরা প্রথমে খাবার চিবিয়ে নরম করে তারপর বাচ্চার মুখে মুখ দিয়ে সেই খাদ্য পুরে দিত। আমাদের পূর্বপুরুষ শিম্পাঞ্জি এবং বাঁদরদের মধ্যে এই ধরনের অভ্যেস দেখতে পাওয়া যায়।

1 / 11
তবে শুধু যৌনতার জন্য চুমু খাওয়ার প্রয়োজনীয়তা নেই। যে সমস্ত জনজাতি স্বল্প জামাকাপড়ে অভ্যস্ত তাদের একে অপরের ব্যাপারে জানার জন্য খুব কাছাকাছি আসার প্রয়োজন থাকে না। নানা জাতির নর-নারীরা চুমু ছাড়াও ঘনিষ্ঠতা বোঝাতে অন্য ধরনের কাজও করে। উদাহরণ হিসেবে নিউ গিনি দ্বীপের অদূরে ট্রোব্রায়ান্ড দ্বীপের অধিবাসীদের প্রেম প্রদর্শনীর পদ্ধতিটি অভিনব। তারা পরস্পর মুখোমুখি বসে ও একে অপরের চোখের পাতায় মৃদু কামড় দেয়! মালয়েশিয়ার বাসিন্দারা নাকি আগে নাকে নাক ঘষে চুম্বন সারত।

তবে শুধু যৌনতার জন্য চুমু খাওয়ার প্রয়োজনীয়তা নেই। যে সমস্ত জনজাতি স্বল্প জামাকাপড়ে অভ্যস্ত তাদের একে অপরের ব্যাপারে জানার জন্য খুব কাছাকাছি আসার প্রয়োজন থাকে না। নানা জাতির নর-নারীরা চুমু ছাড়াও ঘনিষ্ঠতা বোঝাতে অন্য ধরনের কাজও করে। উদাহরণ হিসেবে নিউ গিনি দ্বীপের অদূরে ট্রোব্রায়ান্ড দ্বীপের অধিবাসীদের প্রেম প্রদর্শনীর পদ্ধতিটি অভিনব। তারা পরস্পর মুখোমুখি বসে ও একে অপরের চোখের পাতায় মৃদু কামড় দেয়! মালয়েশিয়ার বাসিন্দারা নাকি আগে নাকে নাক ঘষে চুম্বন সারত।

2 / 11
ওষ্ঠধরে ওষ্ঠধর চেপে চুম্বন একমাত্র মানুষই করে। অথচ অনেকেই বলেন ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাওয়া আসলে বিবর্তনের ফলাফল। প্রশ্ন হল, তাই যদি হবে তাহলে অন্যান্য প্রাণীরা কেন ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করে না? এই প্রসঙ্গে বিজ্ঞানীরা জানাচ্ছেন, মুখে মুখ ঘষা, জিভ দিয়ে মুখ চেটে দেওয়ার মতো কাজ বহু প্রজাতির প্রাণীরাই করে।  সম্ভবত অপর ব্যক্তির সম্পর্কে নানা ধরনের তথ্য জানার জন্যই আমরা চুমু খাই।

ওষ্ঠধরে ওষ্ঠধর চেপে চুম্বন একমাত্র মানুষই করে। অথচ অনেকেই বলেন ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাওয়া আসলে বিবর্তনের ফলাফল। প্রশ্ন হল, তাই যদি হবে তাহলে অন্যান্য প্রাণীরা কেন ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করে না? এই প্রসঙ্গে বিজ্ঞানীরা জানাচ্ছেন, মুখে মুখ ঘষা, জিভ দিয়ে মুখ চেটে দেওয়ার মতো কাজ বহু প্রজাতির প্রাণীরাই করে। সম্ভবত অপর ব্যক্তির সম্পর্কে নানা ধরনের তথ্য জানার জন্যই আমরা চুমু খাই।

3 / 11
চুম্বনের সময় দুজন মানুষ একে অপরের খুব কাছে চলে আসে। ফলে তার শরীরের গন্ধও তার নাকে প্রবেশ করে। গন্ধ থেকেও অপর ব্যক্তি সম্পর্কে অনেক কিছু অনুমান করা যায়। উদাহরণ হিসেবে একজন ব্যক্তির খাদ্যাভ্যাস, অসুখ, মেজাজ ইত্যাদি। সেক্ষেত্রে চুম্বন আমাদের অপর ব্যক্তির গন্ধ বুঝতে আরও ভালোভাবে সাহায্য করে। অন্যদিকে বহু প্রাণীর মানুষের চাইতেও ঘ্রাণক্ষমতা অনেক বেশি  সক্তিশালী হয়। তাদের মানুষের মতো একে অপরের অত কাছে যেতে হয় না।

চুম্বনের সময় দুজন মানুষ একে অপরের খুব কাছে চলে আসে। ফলে তার শরীরের গন্ধও তার নাকে প্রবেশ করে। গন্ধ থেকেও অপর ব্যক্তি সম্পর্কে অনেক কিছু অনুমান করা যায়। উদাহরণ হিসেবে একজন ব্যক্তির খাদ্যাভ্যাস, অসুখ, মেজাজ ইত্যাদি। সেক্ষেত্রে চুম্বন আমাদের অপর ব্যক্তির গন্ধ বুঝতে আরও ভালোভাবে সাহায্য করে। অন্যদিকে বহু প্রাণীর মানুষের চাইতেও ঘ্রাণক্ষমতা অনেক বেশি সক্তিশালী হয়। তাদের মানুষের মতো একে অপরের অত কাছে যেতে হয় না।

4 / 11
চুমুর অনেক প্রকারভেদ আছে। বিদায়ের চুমু, স্বাগতের চুমু, স্নেহপূর্ণ চুম্বন ইত্যাদি। তবে প্রেমপূর্ণ চুম্বন এবং যৌনতায় পূর্ণ চুম্বন নিয়েই আমরা মাথা ঘামাই বেশি। আমাদের ঠোঁটে যে ত্বক থাকে তা অত্যন্ত পাতলা প্রকৃতির হয়। আবার গুচ্ছ স্নায়ুর প্রান্তগুলির শেষ অংশ থাকে ঠোঁটে। এই কারণেই কোনও জিনিসের গরম, ঠান্ডার অনুভূতি চট করে বুঝে যায় ঠোঁট। অর্থাৎ ঠোঁটের অনুভূতি ক্ষমতা যথেষ্ট বেশি।

চুমুর অনেক প্রকারভেদ আছে। বিদায়ের চুমু, স্বাগতের চুমু, স্নেহপূর্ণ চুম্বন ইত্যাদি। তবে প্রেমপূর্ণ চুম্বন এবং যৌনতায় পূর্ণ চুম্বন নিয়েই আমরা মাথা ঘামাই বেশি। আমাদের ঠোঁটে যে ত্বক থাকে তা অত্যন্ত পাতলা প্রকৃতির হয়। আবার গুচ্ছ স্নায়ুর প্রান্তগুলির শেষ অংশ থাকে ঠোঁটে। এই কারণেই কোনও জিনিসের গরম, ঠান্ডার অনুভূতি চট করে বুঝে যায় ঠোঁট। অর্থাৎ ঠোঁটের অনুভূতি ক্ষমতা যথেষ্ট বেশি।

5 / 11
দু’টি মানুষের চুম্বন তাদের সম্পর্কে যথেষ্ট প্রভাবিত করে। চুম্বন এতটাই শক্তিশালী যে কোনও একটি সম্পর্ক শুরু হবে কি না তা নির্ধারণ করতে পারে। এমনকী সম্পর্কের শেষ অথবা গড়িয়ে নিয়ে যাওয়াও নির্ধারণ করতে পারে চুম্বন। বিদেশে ১০০০ কলেজপড়ুয়াদের মধ্যে এক সমীক্ষায় দেখা গিয়েছে, একে অপরকে দেখে ভালো লাগার পরেও সেই সম্পর্ক টেকেনি প্রথম চুম্বনের পর!

দু’টি মানুষের চুম্বন তাদের সম্পর্কে যথেষ্ট প্রভাবিত করে। চুম্বন এতটাই শক্তিশালী যে কোনও একটি সম্পর্ক শুরু হবে কি না তা নির্ধারণ করতে পারে। এমনকী সম্পর্কের শেষ অথবা গড়িয়ে নিয়ে যাওয়াও নির্ধারণ করতে পারে চুম্বন। বিদেশে ১০০০ কলেজপড়ুয়াদের মধ্যে এক সমীক্ষায় দেখা গিয়েছে, একে অপরকে দেখে ভালো লাগার পরেও সেই সম্পর্ক টেকেনি প্রথম চুম্বনের পর!

6 / 11
 কাকে ভালো চুম্বনকারী বলা যেতে পারে? এই প্রসঙ্গে বিজ্ঞানীরা জানাচ্ছেন একজনের কাছে খারাপ কোনও ব্যক্তিবিশেষ চুম্বনকারী অন্যের কাছে উত্তম চুম্বনকারী প্রমাণিত হতে পারে। তবে কোনও ব্যক্তিকে আপনার ভালো কিসার মনে হলে বুঝতে হবে তার সঙ্গে আপনার জিনগত মিল রয়েছে!

কাকে ভালো চুম্বনকারী বলা যেতে পারে? এই প্রসঙ্গে বিজ্ঞানীরা জানাচ্ছেন একজনের কাছে খারাপ কোনও ব্যক্তিবিশেষ চুম্বনকারী অন্যের কাছে উত্তম চুম্বনকারী প্রমাণিত হতে পারে। তবে কোনও ব্যক্তিকে আপনার ভালো কিসার মনে হলে বুঝতে হবে তার সঙ্গে আপনার জিনগত মিল রয়েছে!

7 / 11
 কাকে ভালো চুম্বনকারী বলা যেতে পারে? এই প্রসঙ্গে বিজ্ঞানীরা জানাচ্ছেন একজনের কাছে খারাপ কোনও ব্যক্তিবিশেষ চুম্বনকারী অন্যের কাছে উত্তম চুম্বনকারী প্রমাণিত হতে পারে। তবে কোনও ব্যক্তিকে আপনার ভালো কিসার মনে হলে বুঝতে হবে তার সঙ্গে আপনার জিনগত মিল রয়েছে!

কাকে ভালো চুম্বনকারী বলা যেতে পারে? এই প্রসঙ্গে বিজ্ঞানীরা জানাচ্ছেন একজনের কাছে খারাপ কোনও ব্যক্তিবিশেষ চুম্বনকারী অন্যের কাছে উত্তম চুম্বনকারী প্রমাণিত হতে পারে। তবে কোনও ব্যক্তিকে আপনার ভালো কিসার মনে হলে বুঝতে হবে তার সঙ্গে আপনার জিনগত মিল রয়েছে!

8 / 11
চুমু মহিলারও খায়, আবার পুরুষরাও খায়। তবে দুই মহিলা এবং পুরুষ কেন  চুম্বনের কারণও আলাদা হতে পারে। পুরুষ সাধারণত চুমু খায় যৌনতা বোধের জন্য অথবা সবকিছু মিটমাট করে নেওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে মহিলারা চুমু খায় রোমান্টিক সম্পর্ক গড়ে তুলতে কিংবা সম্পর্কের অবস্থা বোঝার

চুমু মহিলারও খায়, আবার পুরুষরাও খায়। তবে দুই মহিলা এবং পুরুষ কেন চুম্বনের কারণও আলাদা হতে পারে। পুরুষ সাধারণত চুমু খায় যৌনতা বোধের জন্য অথবা সবকিছু মিটমাট করে নেওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে মহিলারা চুমু খায় রোমান্টিক সম্পর্ক গড়ে তুলতে কিংবা সম্পর্কের অবস্থা বোঝার

9 / 11
কখনও ভেবে দেখেছেন, চুমু খেলে এত ভালো লাগে কেন? লক্ষ লক্ষ স্নায়ুর প্রান্ত উদ্দীপিত হয়ে যায় চুম্বন শুরু করলেই। বহু ব্যক্তি তাদের প্রথম চুম্বনের স্মৃতি খুব ভালো ভাবেই মনে রাখেন। অনেকে বলছেন, চুম্বনের ফলে আনন্দ পাওয়ার সম্ভাব্য কারণ হতে পারে, চুম্বন ব্রেনের ডোপামিন ক্ষরণ বাড়িয়ে দেয়।

কখনও ভেবে দেখেছেন, চুমু খেলে এত ভালো লাগে কেন? লক্ষ লক্ষ স্নায়ুর প্রান্ত উদ্দীপিত হয়ে যায় চুম্বন শুরু করলেই। বহু ব্যক্তি তাদের প্রথম চুম্বনের স্মৃতি খুব ভালো ভাবেই মনে রাখেন। অনেকে বলছেন, চুম্বনের ফলে আনন্দ পাওয়ার সম্ভাব্য কারণ হতে পারে, চুম্বন ব্রেনের ডোপামিন ক্ষরণ বাড়িয়ে দেয়।

10 / 11
পুরুষের মুখের লালায় থাকে টেস্টোস্টেরন। হরমোনটি যৌন চাহিদাকে বাড়িয়ে তোলে। এছাড়া গালের অভ্যন্তরে টেস্টোস্টেরন শুষে নেওয়ার ক্ষমতা সম্পন্নসম্পন্ন কোষ থাকে। ফলে চুম্বন খাওয়ার সময় যৌনতা করার ইচ্ছে জাগ্রত হয়ে যেতে পারে।

পুরুষের মুখের লালায় থাকে টেস্টোস্টেরন। হরমোনটি যৌন চাহিদাকে বাড়িয়ে তোলে। এছাড়া গালের অভ্যন্তরে টেস্টোস্টেরন শুষে নেওয়ার ক্ষমতা সম্পন্নসম্পন্ন কোষ থাকে। ফলে চুম্বন খাওয়ার সময় যৌনতা করার ইচ্ছে জাগ্রত হয়ে যেতে পারে।

11 / 11
Follow Us:
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?