Beauty of March: দেশে সেরা গন্তব্যগুলি ঘুরে দেখার জন্য মার্চ মাসই আদর্শ! কোথায় যাবেন, জানুন…
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Feb 19, 2022 | 8:06 PM
ভ্রমণের জন্য সেরা সময় হল মার্চ। ভারতে বিশেষ করে পার্বত্য এলাকার অপূর্ব সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। এই সময় আপনার প্রিয় গন্তব্যগুলির সম্পূর্ণ রূপ চোখের সামনে দেখতে পাবেন।
1 / 7
ভ্রমণের জন্য সেরা সময় হল মার্চ। ভারতে বিশেষ করে পার্বত্য এলাকার অপূর্ব সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। এই সময় আপনার প্রিয় গন্তব্যগুলির সম্পূর্ণ রূপ চোখের সামনে দেখতে পাবেন।
2 / 7
প্রাক-বসন্ত ভ্রমণের জন্য এই সময়টাই আদর্শ। ঠান্ডাও তেমন বেশি থাকে না, কিন্তু মনোরম পরিবেশ, সুন্দর প্রকৃতির মাঝে ভ্রমণের অভিজ্ঞতা অর্জনের মজাটাই আলাদা।
3 / 7
খীরগঙ্গা, হিমাচল প্রদেশ- উত্তর হিমালয়ের খুব জনপ্রিয় এই ট্র্যাকে যাওয়ার জন্য সেরা সময়। পার্বতী উপত্য়কার এই ট্রেকটি নতুনদের জন্য দুর্দান্ত।
4 / 7
বৃন্দাবন, উত্তরপ্রদেশ- শীতকালে যদি মিস হয়ে থাকে, তাহলে এই মার্চেই চলে যান এই পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে। ঠান্ডার প্রকোপ নেই, সুন্দর আবহাওয়ার মধ্য়ে তীর্থস্থান ঘুরে দেখতে পারেন।
5 / 7
দেরাদুন, উত্তরাখণ্ড- দেরাদুন শহর হল উত্তরাখণ্ডের প্রথম দরজা। পাহাড়ে ঘেরা দেরাদুনের একচা মায়াবী টান রয়েছে। হ্রদ, নদী, সবুজ প্রকৃতি পর্যটকদের আকর্ষণ করে। উত্তরাখণ্ডের হিমালয় দেখার অভিযান শুরু করতে পারেন।
6 / 7
দিল্লি- শীতকাল বা গরমকাল, কোনও সময়েই দিল্লি ভ্রমণের জন্য উপযুক্ত নয়। মার্চমাসের বসন্তের আগমনে দিল্লির অলিগলি আপনার কাছে স্বর্গ হয়ে দাঁড়াতে পারে। মুঘল পরিবেশ, সংসদ ভবন অন্য়ান্য পার্কগুলিতে রোম্য়ান্চিক ও সুন্দর পরিবেশ তৈরি হয়।
7 / 7
উটি, তামিলনাড়ু- বসন্তের প্রথমদিকে উটি ঘুরে আসতে পারলে আপনার মত সৌভাগ্য কেউ হতে পারবে না। বিশেষ করে হানিমুনের যাঁরা কোথায় যাবেন তা ভেবে পাচ্ছেন না, তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন।