Bollywood Couples: বলিউডে এমন কিছু দম্পতির কথা জেনে নিন যারা বহুদিন ধরে একসঙ্গে রয়েছেন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Feb 19, 2022 | 12:44 PM

বলিউডে এমন অনেক দম্পতিই রয়েছে যারা প্রেম করে বিয়ে করেছেন। তাতে অন্তরায় হয়নি বয়সের ব্যবধান বা অন্য কোনও কারণ। তাঁরা আজও দারুণ ভাল আছেন একসঙ্গে...

1 / 6
সইফ আলি খান-কারিনা কাপুর খান: ডিভোর্সি দুই সন্তানের পিতা হলেও কেনও কিছুই সইফের কাছাকাছি যেতে আটকাতে পারেনি কারিনাকে। আবার সদ্য ভাঙা সম্পর্কের রেশ কাটিয়ে উঠতে তাকে সাহায্য করেছিলেন সইফও।

সইফ আলি খান-কারিনা কাপুর খান: ডিভোর্সি দুই সন্তানের পিতা হলেও কেনও কিছুই সইফের কাছাকাছি যেতে আটকাতে পারেনি কারিনাকে। আবার সদ্য ভাঙা সম্পর্কের রেশ কাটিয়ে উঠতে তাকে সাহায্য করেছিলেন সইফও।

2 / 6
প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস: নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার বয়সের ব্যবধান বেশি হলেও দিব্যি সুখে রয়েছেন এই তারকা দম্পতি।

প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস: নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার বয়সের ব্যবধান বেশি হলেও দিব্যি সুখে রয়েছেন এই তারকা দম্পতি।

3 / 6
দীপিকা পাড়ুকোন-রণবীর সিং: প্রথমবার চোখাচোখি হয়েছিল কবে, ঘড়ি ধরে আজও তা বলে দিতে পারেন রণবীর। মানসিক অবসাদ কাটিয়ে উঠতে রণবীরের কাছ থেকে কতটা সাহায্য পেয়েছিলেন, তা নিয়ে অকপট দীপিকাও।

দীপিকা পাড়ুকোন-রণবীর সিং: প্রথমবার চোখাচোখি হয়েছিল কবে, ঘড়ি ধরে আজও তা বলে দিতে পারেন রণবীর। মানসিক অবসাদ কাটিয়ে উঠতে রণবীরের কাছ থেকে কতটা সাহায্য পেয়েছিলেন, তা নিয়ে অকপট দীপিকাও।

4 / 6
সোনম কাপুর-আনন্দ আহুজা: ফেসবুকের প্রেমও এগোতে পারে বিয়ে পর্যন্ত। হাতে-কলমে প্রমাণ করেছেন সোনম এবং আনন্দ। ফেসবুকেই প্রথম সোনমের সঙ্গে কথা চালান আনন্দ। ক্রমে আলাপ, ঘনিষ্ঠতা এবং বিয়ে।

সোনম কাপুর-আনন্দ আহুজা: ফেসবুকের প্রেমও এগোতে পারে বিয়ে পর্যন্ত। হাতে-কলমে প্রমাণ করেছেন সোনম এবং আনন্দ। ফেসবুকেই প্রথম সোনমের সঙ্গে কথা চালান আনন্দ। ক্রমে আলাপ, ঘনিষ্ঠতা এবং বিয়ে।

5 / 6
অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া: ঐশ্বরিয়াও বয়সে বড় অভিষেকের চেয়ে। কিন্তু সে সব বাধা হয়ে দাঁড়াতে দেননি অভিষেক। আর তার কাছেই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন ঐশ্বরিয়া।

অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া: ঐশ্বরিয়াও বয়সে বড় অভিষেকের চেয়ে। কিন্তু সে সব বাধা হয়ে দাঁড়াতে দেননি অভিষেক। আর তার কাছেই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন ঐশ্বরিয়া।

6 / 6
শাহরুখ খান-গৌরী খান: জীবনে সব কিছু হারাতে বসেও অবলম্বন হিসেবে পাশে পেয়েছিলেন গৌরীকে। আর সেই অবলম্বনই এগিয়ে যেতে সাহায্য করেছিল বলিউডের বাদশা শাহরুখ খানকে। বিয়ের এতো বছর পরেও অটুট তাদের সম্পর্ক।

শাহরুখ খান-গৌরী খান: জীবনে সব কিছু হারাতে বসেও অবলম্বন হিসেবে পাশে পেয়েছিলেন গৌরীকে। আর সেই অবলম্বনই এগিয়ে যেতে সাহায্য করেছিল বলিউডের বাদশা শাহরুখ খানকে। বিয়ের এতো বছর পরেও অটুট তাদের সম্পর্ক।

Next Photo Gallery