TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Feb 19, 2022 | 12:44 PM
সইফ আলি খান-কারিনা কাপুর খান: ডিভোর্সি দুই সন্তানের পিতা হলেও কেনও কিছুই সইফের কাছাকাছি যেতে আটকাতে পারেনি কারিনাকে। আবার সদ্য ভাঙা সম্পর্কের রেশ কাটিয়ে উঠতে তাকে সাহায্য করেছিলেন সইফও।
প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস: নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার বয়সের ব্যবধান বেশি হলেও দিব্যি সুখে রয়েছেন এই তারকা দম্পতি।
দীপিকা পাড়ুকোন-রণবীর সিং: প্রথমবার চোখাচোখি হয়েছিল কবে, ঘড়ি ধরে আজও তা বলে দিতে পারেন রণবীর। মানসিক অবসাদ কাটিয়ে উঠতে রণবীরের কাছ থেকে কতটা সাহায্য পেয়েছিলেন, তা নিয়ে অকপট দীপিকাও।
সোনম কাপুর-আনন্দ আহুজা: ফেসবুকের প্রেমও এগোতে পারে বিয়ে পর্যন্ত। হাতে-কলমে প্রমাণ করেছেন সোনম এবং আনন্দ। ফেসবুকেই প্রথম সোনমের সঙ্গে কথা চালান আনন্দ। ক্রমে আলাপ, ঘনিষ্ঠতা এবং বিয়ে।
অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া: ঐশ্বরিয়াও বয়সে বড় অভিষেকের চেয়ে। কিন্তু সে সব বাধা হয়ে দাঁড়াতে দেননি অভিষেক। আর তার কাছেই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন ঐশ্বরিয়া।
শাহরুখ খান-গৌরী খান: জীবনে সব কিছু হারাতে বসেও অবলম্বন হিসেবে পাশে পেয়েছিলেন গৌরীকে। আর সেই অবলম্বনই এগিয়ে যেতে সাহায্য করেছিল বলিউডের বাদশা শাহরুখ খানকে। বিয়ের এতো বছর পরেও অটুট তাদের সম্পর্ক।