রোহিত শেট্টি খাতরো কে খিলাড়ি রিয়ালিটি শো সঞ্চালনা করে থাকেন। যেখানে তিনি এপিসোড পিছু পারিশ্রমিক নিচ্ছেন ৫০ লাখ টাকা করে।
২. দিবাঙ্কা ত্রিপাঠি গত বছরের প্রতিযোগী দিবাঙ্কা ত্রিপাঠির পারিশ্রমিক ছিল সবচেয়ে বেশি। সপ্তাহে তিনি ১০ লক্ষ টাকা নিয়ে যেতেন। এ বছর কেউ কি তাঁকে হারাতে পারছেন? ৩. রুবিনা দিলাইক টোলিভিশনের জনপ্রিয় মুখ রুবিনা। জানা গিয়েছে বিগ বস ১৪ জয়ী রুবিনা এবার সবচেয়ে দামী প্রতিয়োগী। তিনি সপ্তাহে ১০-১৫ লক্ষ টাকা নিয়ে যাবেন।
৩. রুবিনা দিলাইক টোলিভিশনের জনপ্রিয় মুখ রুবিনা। জানা গিয়েছে বিগ বস ১৪ জয়ী রুবিনা এবার সবচেয়ে দামী প্রতিয়োগী। তিনি সপ্তাহে ১০-১৫ লক্ষ টাকা নিয়ে যাবেন।
৪. শিবাঙ্গী জোশি রুবিনার মতো শিবাঙ্গীও টেলিভিশনের পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী। খবর, তিনিও সপ্তাহে ১০-১৫ লক্ষ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
৫. স্মৃতি ঝা কুমকুম ভাগ্য খ্যাত স্মৃতি মেগা ধারাবাহিকের প্রতি পর্বের জন্য নিতেন ৭০ হাজার টাকা। এবার তিনি এই প্রতিযোগিতায় আসতে পারিশ্রমিক হিসেবে নিতে চলেছেন সপ্তাহে ৫ লক্ষ টাকা।
৬. মুনওয়ার ফারুকি কঙ্গনা রাণাওয়াতের রিয়্যালিটি শো সদ্য জিতেছেন কমেডিয়ান মুনওয়ার। এবার তিনি ‘খতরোঁ কে খিলাড়ি’ সিজন ১২ তে অংশ নিচ্ছেন। খবর, এখানে এবার তিনি সপ্তাহে নিতে চলেছেন ৩.৫ থেকে ৪ লক্ষ টাকা।