US Open: তিউনিশিয়ার ‘মিনিস্টার অফ হ্যাপিনেস’র যুক্তরাষ্ট্র ওপেনে ইতিহাস

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 08, 2022 | 9:30 AM

অনস জাবেউর। তিউনিশিয়ার ২৮ বছরের টেনিস খেলোয়াড় ইউএস ওপেনের সিঙ্গলসের সেমিফাইনালে উঠে নজির গড়েছেন। যুক্তরাষ্ট্র ওপেনের শেষ চারে পা দেওয়া প্রথম আফ্রিকান মহিলা।

1 / 5
অনস জাবেউর। তিউনিশিয়ার ২৮ বছরের টেনিস খেলোয়াড় ইউএস ওপেনের সিঙ্গলসের সেমিফাইনালে উঠে নজির গড়েছেন। যুক্তরাষ্ট্র ওপেনের শেষ চারে পা দেওয়া প্রথম আফ্রিকান মহিলা। (ছবি:টুইটার)

অনস জাবেউর। তিউনিশিয়ার ২৮ বছরের টেনিস খেলোয়াড় ইউএস ওপেনের সিঙ্গলসের সেমিফাইনালে উঠে নজির গড়েছেন। যুক্তরাষ্ট্র ওপেনের শেষ চারে পা দেওয়া প্রথম আফ্রিকান মহিলা। (ছবি:টুইটার)

2 / 5
তিউনেশিয়াতে জাবেউরকে ডাকা হয় 'মিনিস্টার অব হ্যাপিনেস' নামে। দেশবাসী তাঁকে ভালোবেসে এই নামে ডাকেন? কিন্তু কেন?  (ছবি:টুইটার)

তিউনেশিয়াতে জাবেউরকে ডাকা হয় 'মিনিস্টার অব হ্যাপিনেস' নামে। দেশবাসী তাঁকে ভালোবেসে এই নামে ডাকেন? কিন্তু কেন? (ছবি:টুইটার)

3 / 5
দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, তিউনিশিয়াবাসীর মুখে হাসি ফোটাতে যথেষ্ট অনস জাবেউরের নাম। আরবের টেনিসের আইকন, আফ্রিকান টেনিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। (ছবি:টুইটার)

দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, তিউনিশিয়াবাসীর মুখে হাসি ফোটাতে যথেষ্ট অনস জাবেউরের নাম। আরবের টেনিসের আইকন, আফ্রিকান টেনিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। (ছবি:টুইটার)

4 / 5
আরবের মহিলা টেনিস খেলোয়াড় গ্র্যান্ড স্লামে দাপট দেখাতে পারেন, সিঙ্গলসের সেরা ১০ খেলোয়াড়ের মধ্যে প্রবেশ করার ক্ষমতা রাখেন, এই বিশ্বাসটা দেশের মহিলা খেলোয়াড়দের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছেন জাবেউর। (ছবি:টুইটার)

আরবের মহিলা টেনিস খেলোয়াড় গ্র্যান্ড স্লামে দাপট দেখাতে পারেন, সিঙ্গলসের সেরা ১০ খেলোয়াড়ের মধ্যে প্রবেশ করার ক্ষমতা রাখেন, এই বিশ্বাসটা দেশের মহিলা খেলোয়াড়দের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছেন জাবেউর। (ছবি:টুইটার)

5 / 5
চলতি বছরে উইম্বলডনের ফাইনাল খেলেছেন অনস। ইউএস ওপেনের সেমিফাইনালে পা রাখলেন কোকো গাফকে হারিয়ে। ফাইনালে উঠতে পারলে পরপর দুটি গ্র্যান্ড স্লামের চূড়ান্ত পর্যায়ে পা রাখতে পারবেন। (ছবি:টুইটার)

চলতি বছরে উইম্বলডনের ফাইনাল খেলেছেন অনস। ইউএস ওপেনের সেমিফাইনালে পা রাখলেন কোকো গাফকে হারিয়ে। ফাইনালে উঠতে পারলে পরপর দুটি গ্র্যান্ড স্লামের চূড়ান্ত পর্যায়ে পা রাখতে পারবেন। (ছবি:টুইটার)

Next Photo Gallery