TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Dec 05, 2022 | 10:00 AM
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তির 'জাপানিজ ওয়াইফ'। ৮২ বছরের অসুস্থ পেলের তৃতীয় স্ত্রী তাঁর সর্বক্ষণের ছায়াসঙ্গী। সাও পাওলোর হাসপাতালে পেলের সঙ্গেই রয়েছেন। কে এই মহিলা? দম্পতির কি সন্তান রয়েছে? জেনে নিন।(ছবি:টুইটার)
ফুটবল সম্রাটের তৃতীয় স্ত্রীর নাম মার্সিয়া আওকি। জাপানি বংশোদ্ভুত মার্সিয়ার জন্ম সাও পাওলোতে। ব্রাজিলের স্কুল, কলেজে পড়াশোনা শেষ করেছেন। এরপর মেডিকেল সাপ্লাই সেক্টরে কেরিয়ার শুরু করেন।(ছবি:টুইটার)
১৯৮০ সালে নিউইয়র্কের একটি পার্টিতে প্রথমবার একে অপরকে দেখেন পেলে-আওকি। প্রথম দর্শনেই প্রেম। শোনা যায়, ২০১০ সাল পর্যন্ত এই সম্পর্কের কথা কেউ ঘূণক্ষরেও টের পায়নি। ২০১০ সালের পর বহু জায়গায় দু'জন ক্যামেরাবন্দি হলেও সম্পর্কে শিলমোহর দেননি তাঁরা।(ছবি:টুইটার)
২০১৬ সালে ৭৫ বছর বয়সে তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন পেলে। পাত্রী দীর্ঘদিনের বান্ধবী ৫০ বছরের মার্সিয়া চিবেলে আওকি। (ছবি:টুইটার)
কিংবদন্তি ফুটবলারের জাপানি বউ এবং একজন সফল ব্যবসায়ীও বটে। অসুস্থ পেলেকে সবসময় আগলে রাখেন। (ছবি:টুইটার)
পেলে-আওকির কোনও সন্তান নেই। আগের দুই স্ত্রী এবং কয়েকটি বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে মোট সাতটি ছেলেমেয়ে রয়েছেন তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলারের।(ছবি:টুইটার)