Cristiano Ronaldo-Georgina Rodriguez: সমুদ্র-সৈকতে একান্তে রোনাল্ডো সঙ্গিনী জর্জিনা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 05, 2022 | 12:22 PM
স্পেনের মডেল জর্জিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রোনাল্ডোর জীবনে একাধিক প্রেম এসেছে। কিন্তু কোথাও থিতু হতে পারেননি তিনি। শেষ পর্যন্ত জর্জিনাই বদলে দেয় প্রাক্তন ম্যাঞ্চেস্টার তারকার জীবন।
1 / 5
সম্ভবত এটিই রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। সন্তানদের নিয়ে কাতারেই রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গিনী জর্জিনা রড্রিগেজ। (ছবি:টুইটার)
2 / 5
তিনি শুধু রোনল্ডোর সঙ্গীই নন, ছায়া সঙ্গীও বটে। সিআর সেভেনের আশেপাশে ছায়ার মতো দেখা যায় তাঁকে। রোনাল্ডোর কথায়, “মাঠ হোক বা মাঠের বাইরে, প্রতিকূল পরিস্থিতিতে সব সময় পাশে থাকেন জর্জিনা।” (ছবি:টুইটার)
3 / 5
এদিকে যখন প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা বিশ্বকাপের নকআউটের প্রস্তুতিতে ব্যস্ত তখন দোহার সমুদ্রের ধারে একান্তে সময় কাটাতে দেখা গেল তাঁর সঙ্গিনী তথা স্পেনীয় মডেল জর্জিনাকে। তাঁর পরনে ছিল সবুজ রঙের বিকিনি। (ছবি:টুইটার)
4 / 5
স্পেনের মডেল জর্জিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রোনাল্ডোর জীবনে একাধিক প্রেম এসেছে। কিন্তু কোথাও থিতু হতে পারেননি তিনি। শেষ পর্যন্ত জর্জিনাই বদলে দেয় প্রাক্তন ম্যাঞ্চেস্টার তারকার জীবন। (ছবি:টুইটার)
5 / 5
পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ম্যাচেও সন্তানদের নিয়ে স্টেডিয়ামেই উপস্থিত ছিলেন জর্জিনা। দক্ষিণ কোরিয়ার কাছে পর্তুগালের অপ্রত্যাশিত পরাজয়ের পর অবশ্য তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। (ছবি:টুইটার)