TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 06, 2022 | 9:23 PM
তবে পরকীয়া ঘিরে প্রশ্নের মুখে মোটেও চুপ থাকেননি অক্ষয় কুমার। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, না, তাঁদের মধ্যে এমন কোনও খবরই সত্য নয়। আর তিনি যে অভিনয় করবেন না আর প্রিয়াঙ্কার সঙ্গে তাও সত্যি নয়।
তাই বলে মঙ্গলসূত্র খুলে ফেলবেন তিনি! না, সমস্যা শুধু এখানেই নয়, তখন অবিবাহিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সুবাদেই প্রথম প্রশ্ন উঠেছিল তিনি মঙ্গলসূত্র পেলেন কোথা থেকে!
নীরব মোদীর সঙ্গে চুক্তি ভঙ্গই করা হক, বা পোশাক ঘিরে সমালোচনা, মায়ের সঙ্গে বসে ধূমপানই হোক বা ছবিতে অভিনয়ের সুক্ষ্ম আলোচনা, প্রিয়াঙ্কা চোপড়ার তালিকায় বিস্তর বিতর্ক।
অবিবাহিত প্রিয়াঙ্কা মঙ্গলসূত্র পেলেন কোথায়! তবে কি গোপনে বিয়ে করে নিয়েছেন তিনি! নিজেই দিয়েছিলেন উত্তর। না, বিয়ে করেননি, সেটি মঙ্গলসূত্রও নয়। হিন্দু রীতি ভাঙেননি তিনি। সেটি ছিল কালো ও সোনার পুঁতির তৈরি একটি ব্রেসলেট।
বরং শাহরুখের চার্ম, সলমনের লুক ও অজয় দেবগণের ইনটেন্সিটি মিলিয়ে যে পুরুষ হবেন, তিনিই এক কথায় পারফেক্ট।
প্রিয়াঙ্কা চোপড়া, কেরিয়ারের শুরু থেকেই যাঁর নামের সঙ্গে ট্রোল শব্দটি বারে বারে ব্যবহৃত কখনও সম্পর্ক, কখনও আবার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে তাঁর নানা কাণ্ড কারখানা।