AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Scaloni: লিওর হাতে কাপ উঠলেও উদযাপনে মাতবে না স্কালোনির গ্রাম। কিন্তু কেন?

লিওর গ্রাম। আর্জেন্টিনার পুজাতো গ্রাম লিওনেল স্কালোনির জন্য় গর্বিত। তাদের গ্রামের ছেলে এখন আর্জেন্টিনার কোচ। তাঁর কোচিংয়েই ফের বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অথচ গ্রাম এখন শোকে ডুবে।

| Edited By: | Updated on: Dec 17, 2022 | 1:04 AM
Share
সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে পরাজিত করে বিশ্বকাপের ফাইনালে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। তাঁর শিষ্যদের সামনে বড় সুযোগ ৩৬ বছর পর বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার। ছবি: টুইটার

সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে পরাজিত করে বিশ্বকাপের ফাইনালে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। তাঁর শিষ্যদের সামনে বড় সুযোগ ৩৬ বছর পর বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার। ছবি: টুইটার

1 / 5
বিশ্বকাপ জিতলেও কোনরকম উদযাপনে মাতবেন না আর্জেন্টাইন কোচ স্কালোনির গ্রাম সান্তা ফে প্রভিন্সের পুজাতো। এই গ্রামের বাসিন্দা মেরেকেটে ৩৭০০ জন। এখানকার স্কুলে, রাস্তায় স্কালোনির অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। ছবি: টুইটার

বিশ্বকাপ জিতলেও কোনরকম উদযাপনে মাতবেন না আর্জেন্টাইন কোচ স্কালোনির গ্রাম সান্তা ফে প্রভিন্সের পুজাতো। এই গ্রামের বাসিন্দা মেরেকেটে ৩৭০০ জন। এখানকার স্কুলে, রাস্তায় স্কালোনির অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। ছবি: টুইটার

2 / 5
গোটা গ্রাম আপাতত শোকের পাহাড়ে আচ্ছন্ন। কারণ, এই গ্রামেরই ২৭ বছরের অগাস্টিন ফ্রাতিনি পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃত ব্যক্তি ফ্রাতিনি একজন ইলেক্ট্রোমেক্যানিক টেকনিশিয়ান। ভালো আচরণের জন্য গ্রামে বেশ জনপ্রিয় ছিলেন ফ্রাতিনি। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া গোটা গ্রামে। ছবি: টুইটার

গোটা গ্রাম আপাতত শোকের পাহাড়ে আচ্ছন্ন। কারণ, এই গ্রামেরই ২৭ বছরের অগাস্টিন ফ্রাতিনি পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃত ব্যক্তি ফ্রাতিনি একজন ইলেক্ট্রোমেক্যানিক টেকনিশিয়ান। ভালো আচরণের জন্য গ্রামে বেশ জনপ্রিয় ছিলেন ফ্রাতিনি। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া গোটা গ্রামে। ছবি: টুইটার

3 / 5
গ্রামের প্রধান জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন হলেও তাঁরা উদযাপন থেকে বিরত থাকবেন। ভবিষ্যতে এই জয় উদযাপন করার অনেক সময় রয়েছে বলে মনে করছেন তাঁরা। তিনি আরও বললেন, "স্কালোনির কৃতিত্বকে সম্মান জানানো হবে পরে। আমরা ওঁর কাছে ঋণী। তবে আমরা যদি এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হই, তাহলে ব্যক্তিগত স্তরে সবকিছু করা হবে, সম্মান জানিয়ে।” ছবি: টুইটার

গ্রামের প্রধান জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন হলেও তাঁরা উদযাপন থেকে বিরত থাকবেন। ভবিষ্যতে এই জয় উদযাপন করার অনেক সময় রয়েছে বলে মনে করছেন তাঁরা। তিনি আরও বললেন, "স্কালোনির কৃতিত্বকে সম্মান জানানো হবে পরে। আমরা ওঁর কাছে ঋণী। তবে আমরা যদি এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হই, তাহলে ব্যক্তিগত স্তরে সবকিছু করা হবে, সম্মান জানিয়ে।” ছবি: টুইটার

4 / 5
ঘরের ছেলে, লিও স্কালোনির হাতে কাপ ওঠার অপেক্ষা। তবে লিও এবং লিওর হাতে কাপ উঠলেও আর এক ছেলেকে হারানোর বেদনায় কটা দিন নিজেদের সবরকম আনন্দ উদযাপন থেকে দূরেই রাখতে চান পুজাতোবাসী। ছবি: টুইটার

ঘরের ছেলে, লিও স্কালোনির হাতে কাপ ওঠার অপেক্ষা। তবে লিও এবং লিওর হাতে কাপ উঠলেও আর এক ছেলেকে হারানোর বেদনায় কটা দিন নিজেদের সবরকম আনন্দ উদযাপন থেকে দূরেই রাখতে চান পুজাতোবাসী। ছবি: টুইটার

5 / 5