Katrina Kaif: ভুল ভুলাইয়া ২ না-পসন্দ, মাঝ পথেই ছবি দেখা বন্ধ করেন ক্যাট

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 13, 2022 | 6:18 PM

Bollywood Gossip: কার্তিক আরিয়ানের এই ছবি যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সকলেই প্রথমে অনুমান করেছিলেন অক্ষয়ের অভাবে ছবি হয়তো ফ্লপ হবে, তবে তেমনটা ঘটেনি বাস্তবে।

1 / 5
সম্প্রতি ক্যাটরিনা কইফ ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ভূত পুলিশ-এর প্রচার নিয়ে। সেখানেই একের পর এক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাঁকে। এবার মুখ খুললেন নিজের চরিত্র নিয়ে।

সম্প্রতি ক্যাটরিনা কইফ ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ভূত পুলিশ-এর প্রচার নিয়ে। সেখানেই একের পর এক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাঁকে। এবার মুখ খুললেন নিজের চরিত্র নিয়ে।

2 / 5
তাঁর কথায় বেশকিছু বছর হয়ে গিয়েছে যে তিনি কমেডি ছবি করেননি। সেই কারণেই ক্যাটরিনা এবার কমিডি ছবির প্রস্তাব পেতেই গ্রহণ করে নেন। যদিও এই ছবি বেশ মজার।

তাঁর কথায় বেশকিছু বছর হয়ে গিয়েছে যে তিনি কমেডি ছবি করেননি। সেই কারণেই ক্যাটরিনা এবার কমিডি ছবির প্রস্তাব পেতেই গ্রহণ করে নেন। যদিও এই ছবি বেশ মজার।

3 / 5
ক্যাটরিনা জানান, ভূতের চরিত্রে অভিনয় করাটা ঠিক যেন একটা ছবির জন্য গোটা বিশ্ব হয়ে ওটে। কারণ এই ছবিগুলোর প্রাণ কেন্দ্রই হয়ে ওঠে এই চরিত্র। ক্যাটরিনা কইফ তেমনই এক চরিত্রে অভিনয় করেন ভূত পুলিশে।

ক্যাটরিনা জানান, ভূতের চরিত্রে অভিনয় করাটা ঠিক যেন একটা ছবির জন্য গোটা বিশ্ব হয়ে ওটে। কারণ এই ছবিগুলোর প্রাণ কেন্দ্রই হয়ে ওঠে এই চরিত্র। ক্যাটরিনা কইফ তেমনই এক চরিত্রে অভিনয় করেন ভূত পুলিশে।

4 / 5
তবে একাধিকবার ক্যাটরিনা সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি সত্যি ভুতে ভয় পান। এবং ভুতের ছবি খুব একটা দেখেন না। এই কারণেই অর্ধেক ছবি দেখে তিনি বন্ধ করে দিয়েছিলেন।

তবে একাধিকবার ক্যাটরিনা সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি সত্যি ভুতে ভয় পান। এবং ভুতের ছবি খুব একটা দেখেন না। এই কারণেই অর্ধেক ছবি দেখে তিনি বন্ধ করে দিয়েছিলেন।

5 / 5
কার্তিক

কার্তিক

Next Photo Gallery