Boycott-Kangana-Dhaakad: কঙ্গনার ‘ধাকড়’ মুক্তি পেতেই নেটিজ়েনরা করলেন ছবি বয়কট, কেন?
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
May 21, 2022 | 11:10 PM
Boycott-Kangana-Dhaakad: কঙ্গনা সব বিষয়ে সরব হন। কিন্তু নেটিজ়েনরা লক্ষ্য করেছেন এই সবই কঙ্গনা করেন নিজের স্বার্থে। সময়ের সঙ্গে নিজের মতও বদলে ফেলেন। কয়েকদিন আগে পায়েল রোহতগিও একই অভিযোগ করেন।
1 / 6
কঙ্গনার বহু প্রতীক্ষিত ছবি ধাকড় আজ মুক্তি পেয়েছে। ছবি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে প্রথমদিন সিনেমার বক্স অফিস কালেকশন খুব খারাপ। মাত্র ১ কোটি ব্যবসা করেছে ছবি। এর পাশাপাশি টুইটারে সারাদিন ব্যাপী নেটিজ়েনরা তাঁর ছবি বয়কটের দাবি তুলেছেন। বেশ কয়েকটি কারণে তাঁর উপর ক্ষুব্ধ নেটিজ়েনরা।
2 / 6
কঙ্গনা রানাউত ছবি মুক্তির আগে টিমের সঙ্গে কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি একটি প্লাস্টিকের বালতিতে দুধ নিয়ে শিবলিঙ্গে ঢালছেন, এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। আর এই দেখে নেটিজেনরা তার উপর প্রবল বিরক্ত হন।
3 / 6
সুশান্তের মত্যু পর বলিউডে বহু অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে ছিলেন কঙ্গনা। আর এখন তাঁদের মধ্যেরই অনেক সেলেবদের সঙ্গে তিনি পার্টি করতে ব্যস্ত। নেটিজ়েনরা এই সব ছবি দেখেও ভীষণ বিরক্ত।
4 / 6
সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পরে, কঙ্গনা একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। যেখানে তিনি কীভাবে সিনেমা মাফিয়ারা বলিউডের বাইরের লোকদের কোণঠাসা করে সে সম্পর্কে অনেক কথা বলেছিলেন। এখন তাঁকে তথাকথিত সেই মাফিয়াদের সঙ্গে দেখা যায়। নিজের ছবির জন্যই তিনি তাঁদের সঙ্গে মিশছেন। এই দেখেই নেটিজেনরা মনে করছেন শুধু নিজের স্বার্থে কঙ্গনা সুশান্তের নাম ব্যবহার করেছিলেন।
5 / 6
সম্প্রতি কঙ্গনা একটি ঈদের পার্টির ছবি পোস্ট করেন। যেখানে তাঁর সঙ্গে একতা কাপুর আর সলমন খানকে দেখা যায়। যা নিয়ে তাঁর লক-আপ শোয়ের প্রতিযোগী পায়েল রোহতগি অভিযোগ করেন, যে কঙ্গনা পুরো শো জুড়ে বলে গেলেন, তাঁর শো ঘর ঘর কি কাহানির মতো নয়, সে-ই এই সব পার্টিতে গিয়ে মুনাওয়ার ফারুকিকে জয়ী করলেন। এই ঘটনাও নেটিজ়েনদের চোখ এড়ায় না।
6 / 6
সম্প্রতি জ্ঞানবাপি মসজিদে শিবলিঙ্গ প্রতিস্থাপনের দাবি বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলার সময়, কঙ্গনা বলেছিলেন, মথুরার প্রতিটি কণায় ভগবান কৃষ্ণ এবং অযোধ্যার প্রতিটি কণায় ভগবান রাম রয়েছেন। একইভাবে, কাশীর প্রতিটি কণায় ভগবান শিব আছেন। তাঁর কোনও কাঠামোর প্রয়োজন নেই, সে থাকে প্রতিটি কণায়। তাঁর এই উত্তরে অনেক নেটিজ়েনরাই খুশি নন।