বলিউড পার্টি থেকে অনেক স্টারদেরই দূরে সরে থাকতে দেখা যায়। কারণ একটাই অনেকেই জানিয়ে থাকেন যে তাঁরা খুব একটা বিষয়টার সঙ্গে মানিয়ে নিতে পারেন না। সুশান্তি সিং রাজপুতও খোদ জানিয়ে ছিলেন এই সমস্যার কথা।
এবার সেই একই বিষয় নিয়ে মুখ খুললে রণদীপ হুডা। তিনি স্পষ্ট জানালেন, তিনি বলিউড পার্টি থেকে কেন নিজেকে সরিয়ে রাখেন। দীর্ঘদিন বলিউডে থেকেও বলিউডের একটা বিষয় তিনি আজও গ্রহণ করতে পারেননি।
বলিউডে সবটাই যেন অভিনয়। পর্দার সামনে হোক বা পিছনে। পার্টিতে সবটাই ভীষণ সাজানো। সত্যিই বড়ই অভাব। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান অভিনেতা।
তাঁর কথায়, কেউ যদি ভেতর থেকে ভাল নাও থাকেন, তবুও তাঁকে হাসতে হবে, দেখাতে হবে যে তিনি ভাল আছেন। সেজে গুজে সত্যি ঢেকে প্রমাণ করতে হবে যে তিনি দিব্যি আছেন।
আর এই বিষয়টাই তিনি পছন্দ করেন না। আর ঠিক সেই কারণেই নিজেকে সরিয়ে রেখেচেন রণদীপ হুডা। এই মিথ্যে দিয়ে সাজানো পার্টিতে তাই তাঁকে দেখা যায় না। তিনি পছন্দও করেন না।