Saif Ali Khan: নকল নয়, আসল বন্দুক হাতে বিক্রম বেধা-য় সইফ, কেন এমন করেছিলেন অভিনেতা!

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 01, 2022 | 8:50 PM

Unknown Facts: অ্যাকশনে সইফ এই প্রথম নয়। রেস হোক বা তশন, তাঁর হাতে বন্দুক বহুবার দেখেছে দর্শক।

1 / 5
শুটিং সেটে নানা চরিত্র হয়ে ওঠাটাই অভিনেতাদের প্রধান কাজ। কখনও ডাকাত, কখনও পুলিশ, যখন যে চরিত্রের চাহিদা যেমন, স্টাররা চেয়ে থাকেন, ঠিক যেন তেমনই হয়ে উঠতে পারেন তাঁরা।

শুটিং সেটে নানা চরিত্র হয়ে ওঠাটাই অভিনেতাদের প্রধান কাজ। কখনও ডাকাত, কখনও পুলিশ, যখন যে চরিত্রের চাহিদা যেমন, স্টাররা চেয়ে থাকেন, ঠিক যেন তেমনই হয়ে উঠতে পারেন তাঁরা।

2 / 5
সইফ আলি খান, কেরিয়ারের শুরুতে এক অন্য স্বাদের জীবন কাটিয়েছিলেন সইফ আল খান। যেখানে ছিল না কোনো নিয়ম শৃঙ্খলা, ছিল না কোনও নিয়ম নীতি। নিজেই একাধিকবার স্বীকার করেছিলেন সইফ।

সইফ আলি খান, কেরিয়ারের শুরুতে এক অন্য স্বাদের জীবন কাটিয়েছিলেন সইফ আল খান। যেখানে ছিল না কোনো নিয়ম শৃঙ্খলা, ছিল না কোনও নিয়ম নীতি। নিজেই একাধিকবার স্বীকার করেছিলেন সইফ।

3 / 5
সইফ আলি খানের কথায় তিনি প্রথম থেকেই চেয়েছিলেন বিক্রম বেধা ছবিতে এক ভিন্ন লুক আনতে। অ্যাকশনে সইফ এই প্রথম নয়। রেস হোক বা তশন, তাঁর হাতে বন্দুক বহুবার দেখেছে দর্শক।

সইফ আলি খানের কথায় তিনি প্রথম থেকেই চেয়েছিলেন বিক্রম বেধা ছবিতে এক ভিন্ন লুক আনতে। অ্যাকশনে সইফ এই প্রথম নয়। রেস হোক বা তশন, তাঁর হাতে বন্দুক বহুবার দেখেছে দর্শক।

4 / 5
এবার তবে আসল বন্দুকের প্রয়োজন হল কেন! সইফ আলি খানের কথায়, তিনি হাতে আসল বন্দুক নিয়ে ঘুরেছিলেন এই মর্মে যে তিনি এক কথায় চরিত্রটিকে পারফেক্ট করার চেষ্টা করেছিলেন।

এবার তবে আসল বন্দুকের প্রয়োজন হল কেন! সইফ আলি খানের কথায়, তিনি হাতে আসল বন্দুক নিয়ে ঘুরেছিলেন এই মর্মে যে তিনি এক কথায় চরিত্রটিকে পারফেক্ট করার চেষ্টা করেছিলেন।

5 / 5
আসল বন্দুক হাতে ধরে ঠিক কেমন লাগে সেটা উপভোগ করতে গিয়েই ঠিক এমন সিদ্ধান্ত নেওয়া বলেই জানিয়েছিলেন তিনি। পারফেক্ট লুক দিতে চেয়েই এমন সিদ্ধান্ত নেওয়া সইফের।

আসল বন্দুক হাতে ধরে ঠিক কেমন লাগে সেটা উপভোগ করতে গিয়েই ঠিক এমন সিদ্ধান্ত নেওয়া বলেই জানিয়েছিলেন তিনি। পারফেক্ট লুক দিতে চেয়েই এমন সিদ্ধান্ত নেওয়া সইফের।

Next Photo Gallery