Astrological Predictions: নাম বদল সলমনের ছবির, বলিউড বক্স অফিসের ভাগ্য বদলেই কি এই সিদ্ধান্ত

Box Office: ছবি নিয়ে শুরু হয়ে গেল নতুন জল্পনা। নাম বদল, কিসি কি ভাই কিসি কি জান, রাখা হল এই নাম। কিন্তু কেন!

| Edited By: | Updated on: Aug 30, 2022 | 11:33 AM
আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে বেশ কিছুটা সময় ফাঁকা রয়েছেন ভাইজান। এই সময়টাই শুটিং শুরু করতে পারে এমন কোন গল্প যাতে চটজলদি লিখে ফেলে যাওয়া যায় তেমনি খোঁজ করছেন বর্তমানে সুপারস্টার।

আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে বেশ কিছুটা সময় ফাঁকা রয়েছেন ভাইজান। এই সময়টাই শুটিং শুরু করতে পারে এমন কোন গল্প যাতে চটজলদি লিখে ফেলে যাওয়া যায় তেমনি খোঁজ করছেন বর্তমানে সুপারস্টার।

1 / 5
সঠিক লিস্ট তৈরি করার পর তিনি দেখেন তাদের পরিকল্পনা থেকে অনেকটা এগিয়ে রয়েছে ছবির বাজেট। যার ফলে সালমান খান স্থির করেন এই ছবি করবেন না। উল্টে জানান একটি ভাল চিত্রনাট্যর খোঁজে রয়েছেন তিনি।

সঠিক লিস্ট তৈরি করার পর তিনি দেখেন তাদের পরিকল্পনা থেকে অনেকটা এগিয়ে রয়েছে ছবির বাজেট। যার ফলে সালমান খান স্থির করেন এই ছবি করবেন না। উল্টে জানান একটি ভাল চিত্রনাট্যর খোঁজে রয়েছেন তিনি।

2 / 5
সলমন খান- সলমন খান বর্তমানে এক একটি ছবি করতে ৪০ কোটির ওপর টাকা নিয়ে থাকেন। তবে প্রথম ছবি করতে তিনি নিয়েছিলেন মাত্র ১১০০০ টাকা।

সলমন খান- সলমন খান বর্তমানে এক একটি ছবি করতে ৪০ কোটির ওপর টাকা নিয়ে থাকেন। তবে প্রথম ছবি করতে তিনি নিয়েছিলেন মাত্র ১১০০০ টাকা।

3 / 5
নিউমরোলজি অনুযায়ী এই নামের সংখ্যা ৩৭। এই সংখ্যা সলমন খানের জন্য বিশেষ লাকি। সেই কারণেই ছবির নাম বদল করার সম্ভাবনার কথাই বলছেন জ্যোতিষবিদ। এখানেই শেষ নয়, কারণ হিসেবে ছবির ব্যবসাকেই দেখিয়েছেন তিনি।

নিউমরোলজি অনুযায়ী এই নামের সংখ্যা ৩৭। এই সংখ্যা সলমন খানের জন্য বিশেষ লাকি। সেই কারণেই ছবির নাম বদল করার সম্ভাবনার কথাই বলছেন জ্যোতিষবিদ। এখানেই শেষ নয়, কারণ হিসেবে ছবির ব্যবসাকেই দেখিয়েছেন তিনি।

4 / 5
ছবির বাজেটের ক্ষেত্রে কোথাও গিয়ে যেন আয়ের বিষয়টাও  উড়িয়ে দেওয়ার নয়। বর্তমানে বলিউডের যে ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে, তা থেকেই নিজের ছবিকে বাঁচাতেই কি এমন সিদ্ধান্ত, উঠছে সলমন খানের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন।

ছবির বাজেটের ক্ষেত্রে কোথাও গিয়ে যেন আয়ের বিষয়টাও উড়িয়ে দেওয়ার নয়। বর্তমানে বলিউডের যে ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে, তা থেকেই নিজের ছবিকে বাঁচাতেই কি এমন সিদ্ধান্ত, উঠছে সলমন খানের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন।

5 / 5
Follow Us: