বর্তমানে রমরমিয়ে চলছে কফি উইথ করণ। ঝড়ের গতিতে ভাইরাল এই শো-এর প্রতিটা এপিসোড। করণ জোহরের ডাকে এই পর্বে উপস্থিত হতে দেখা য়ায় বহু তারকাকে। কিন্তু তালিকায় থাকলেন না শাহরুখ খান। কেন!
শাহরুখ খান গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না। গৌরী খান একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে শাহরুখ খানের একটা বিষয় ভীষণ অপছন্দের।
তাই শাহরুখ খানের ছবির প্রতি দর্শকদের খিদে বেড়ে গেল আরও বেশ খানিকটা। ঝড়ের গতিতে ভাইরাল এই খবর। ছবি মুক্তির ঠিক দুমাস পরই তা মিলবে নেটফ্লিক্সে। পাঠানের পরই জাওয়ান, নজরে এখন কিং খান।
যদিও শাহরুখ খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর পাঠান পরবর্তী ছবির কাজ নিয়েও। পাইপ লাইনে রয়েছে আরও ২ ছবি। তাই কিং খান এখন সকলের নজরের কেন্দ্রে। এখন দেখার ফ্লপ ছবির পর এবার বক্স অফিসে শাহরুখ ঝড় ঠিক কতটা নজর কাড়ে।
এই সময়টা তাঁকে রীতিমত নাইট সিফট করতে হয়। সারা রাতের প্রস্তুতিতে বোর ৬টা থেকে ৮টা পর্যন্ত চলে এই শুটিং। রবিবার দিন নেওয়া হয়েছিল বিশেষ অনুমতি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই ছবি মুক্তি পেতে চলেছে।