এবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।
তবে এবার পোজ় নয়, রীতিমত চলার ধরনেও রয়ে গেল মালাইকা ছাপ। তাঁকে দেখা মাত্রই নেটপাড়া বলে উঠল, মালাইকার লুকে ঝড় তুললেন সুহানা খান। যদিও ট্রোল এখন সুহানার কাছে নতুন বিষয় নয়।
মালাইকার কাছে পাঁচ পাঁচটি দামি গাড়ি রয়েছে, পাশাপাশি তিনি মুম্বইয়ের যে অ্যাপার্টমেন্টে থাকেন তাঁর মূল্য সাড়ে চোদ্দ কোটি টাকা। মালাইকা অরোরার মোট সম্পত্তির পরিমাণ প্রায় একশ কোটি টাকা।
তবে ট্রোলারদের মাত্র ছাড়া কটাক্ষে এবার মুখ খুললেন এই জুটি। একের পর এক নেটিজ়েনদের মন্তব্য পড়ে চললেন মালাইকা আরোরা। যার উত্তরে সপাট জবাব দিলেন ভারতী সিং।
কে বা কেন এই ধরনের পোস্ট করে চলেছেন, তাঁদের কি আদেও কোনও কাজ নেই? স্পষ্ট প্রশ্ন ছুড়ে দিলেন ভারতী। তাঁদের সৌন্দর্য ফেক না সত্যি তা যদি পরিমাপ করার ক্ষমতা থাকে, তবে কেন তাঁরা সেই প্রতিভা অন্যকাজে লাগাচ্ছেন না।