Relationship Gossip: স্টেজে নোরার সঙ্গে রোম্যান্সে ডুব, বারে বারে কিসের নেশায় বেসামাল টেরেন্স! খোলসা করলেন নিজেই
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 04, 2022 | 6:10 PM
Nora Fatehi: ভাল ছবির খোঁজ চলছে, পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও এখন অনেকটা গোছানোর দিকে নজর দিয়েছেন তিনি। তবে কোথাও গিয়ে কি টেরেন্সকেই মন দিয়েছেন নোরা ফাতেহি।
1 / 6
বারে বারে নোরা ফাতেহিকে বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন রিয়ালিটি শো-তে। বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে গিয়েই যেন কোথাও গিয়ে যেন আজও অস্বস্তিতে নোরা ফাতেহি।
2 / 6
ভাল ছবির খোঁজ চলছে, পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও এখন অনেকটা গোছানোর দিকে নজর দিয়েছেন তিনি। তবে কোথাও গিয়ে কি টেরেন্সকেই মন দিয়েছেন নোরা ফাতেহি।
3 / 6
বারে বারে ডান্স প্রতিযোগিতার শো-তে দেখা গিয়েছে তাঁদের স্টেজে আগুন ধরাতে। দুজনেই নাচের জগতে ভীষণ রকমের জনপ্রিয়। ঠিক সেই কারণেই তাঁরা এক সঙ্গে জোট বাঁধা মানেই ঝড়ের গতিতে ভাইরাল হওয়া।
4 / 6
একাধিকবার ঘনিষ্ঠ হতেও দেখা যায় তাঁদের। তবে সত্যি কি তাঁদের মধ্যে সম্পর্কের রসায়ন তুঙ্গে! বাড়ছে কোনও গভীর টান! না, তার উত্তর স্পষ্ট না হলেও নানা জল্পনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বত্র।
5 / 6
তবে এই নিয়ে টেরেন্সকে সরাসরি প্রশ্ন করলে তিনি সাফ এড়িয়ে যান। জানান, যা আছে তা গোপনেই থাক। এই মন্তব্যে সম্পর্কের জল্পনা আরও এক ধাপ এগিয়ে যায় রাতারাতি।
6 / 6
যদিও টেরেন্সকে নিয়ে নোংড়া কটাক্ষের শিকার হতে হয়েছিল নোরা ফাতেহিকে বারে বারে, কিন্তু কেন! নিতম্বে আচমকাই চড়, তবে তার সত্যতা অস্বীকার করেছিলেন তাঁরা দুজনেই।